ট্রাম্পের অভিশংসনে ফেব্রুয়ারি পর্যন্ত সময় চেয়েছেন রিপাবলিকানরা

10

কাজিরবাজার ডেস্ক :
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন বিচার প্রক্রিয়ার কাজ শুরুর জন্য ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে চেয়েছেন রিপাবলিকানরা। তাদের দাবি, অভিশংসন মোকাবিলা করার প্রস্তুতি নিতে ডোনাল্ড ট্রাম্পকে এ সময় দেওয়া হবে।
শুক্রবার (২২ জানুয়ারি) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বিবিসির খবরে বলা হয়, গত ৬ জানুয়ারি কংগ্রেসে জো বাইডেনের বিজয়ের স্বীকৃতি দেওয়ার পর যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে হামলা চালায় বিক্ষুব্ধ ট্রাম্প সমর্থকরা। এ হামলায় চার বিক্ষোভকারী ও একজন পুলিশ কর্মকর্তা নিহত হন।
এ হামলায় উসকানি দেওয়ার অভিযোগে বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) ভোরে (বাংলাদেশ সময়) যুক্তরাষ্ট্র কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে ট্রাম্পকে অভিশংসনের প্রস্তাব পাস হয়।
এর ফলে মেয়াদ শেষ হওয়ার আগেই ডোনাল্ড ট্রাম্পকে ‘অসম্মানজনকভাবে’ বিদায় দিতে প্রস্তুতি নেয় দেশটির প্রতিনিধি পরিষদ। এরআগে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে ২০২০ সালে অভিশংসিত হয়েছিলেন ট্রাম্প।
এদিকে, বুধবার (২১ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন জো বাইডেন। শপথ নেওয়ার পর প্রথম দিনেই ট্রাম্পের বির্তকিত ১৫ পদক্ষেপ ও আদেশ বাতিল করেছেন জো বাইডেন। এ দিন তিনি ১৫টি নির্বাহী আদেশ ও দু’টি দাফতরিক নথিতে সই করেছেন। এর মধ্য দিয়ে তিনি বুঝিয়ে দিলেন, ট্রাম্পের নীতি পাল্টে দিতে দেরি করতে রাজি নন।