জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুরে দু পক্ষের সংঘর্ষে ১ জন নিহত ও পুলিশ সদস্য সহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। এ ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের পূর্ব বুধরাইল অনুচন্দ গ্রামে।
জানা গেছে, শুক্রবার দুপুরে এলাকার একটি বিল নিয়ে অনুচন্দ গ্রামের ফজলু মিয়া জিম্মাদার ও জিবিস জিম্মাদারের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় ঘন্টা ব্যাপী সংঘর্ষের ঘটনায় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে প্রায় ১০ রাউন্ড বন্দুকের গুলি বর্ষণ হয়। এ সময় প্রতিপক্ষের বন্দুকের গুলিতে ফজলু মিয়া পক্ষের সফু মিয়া জিম্মাদার (৪৫) নামের এক ব্যক্তি নিহত হন। সংঘর্ষে ফজলু মিয়া জিম্মাদার, সুহাদ মিয়া জিম্মাদার, সুহেল মিয়া জিম্মাদার, ছুরুক মিয়া জিম্মাদার, লিপন মিয়া জিম্মাদার, রেজুয়ান মিয়া জিম্মাদার, রুহেল মিয়া জিম্মাদার, জুয়েব মিয়া জিম্মাদার, বাচ্চু মিয়া জিম্মাদার, মাজেদ মিয়া জিম্মাদার, রাজা মিয়া জিম্মাদার, জাকাই মিয়া জিম্মাদার, রহমান জিম্মাদার, জুনেদ জিম্মাদার সহ উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে এক পুলিশ সদস্যও আহত হন বলে জানা যায়। আহতদের মধ্যে গুলিবিদ্ধ ৭ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এর মধ্যে ২ জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় রেফার করা হয়। অন্য আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এ ঘটনায় আবন মিয়া ওরফে আজিজ, কিবরিয়া, অকিল রায় ও আবদুস সামাদ চৌধুরী নামের ৪ জনকে আটক করেছে থানা পুলিশ। সেই সাথে সংঘর্ষে ব্যবহৃত দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়।
সরজমিনে দেখা যায়, সংঘর্ষের পর ফজলু মিয়া পক্ষের উত্তেজিত লোকজনকে দেখা গেলেও জিবিস জিম্মাদারের বাড়িতে কোন লোক দেখা যায়নি। এ সময় স্থানীয়রা জানান, গ্রামে ঘোষণা দিয়ে সংঘর্ষের ঘটনায় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষের পর এলাকায় শোকের মাতম চলছে।
ঘটনাস্থলে থাকা জগন্নাথপুর থানার এসআই গোলাম মুর্শেদ চৌধুরী ফাত্তাহ বলেন, আমরা অন্য একটি ঘটনায় তদন্তে এসে দেখতে পাই এখানে সংঘর্ষ চলছে। তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে এ হতাহতের ঘটনায় এক পুলিশ সদস্যও সামান্য আহত হন।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী বলেন, এ সংঘর্ষের ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।