নেছার আহমদ নেছার
আমার স্বপ্ন রাঙ্গা প্রভাত এলে
সরবে শুনতে পাই রকমারী বিহঙ্গ কলরব,
উদাসী গায়ক সুর সাধে-নিবিড় আবেশে
তরঙ্গায়ীত অনল মৃদু মন্দ বয়ে যায়
কাঁপিয়ে তুলে বিহরী মন,
চারিপাশ শান্ত-নিথর,
দরজা খোলে আনমনে মৃদু পায়
পৌঁছে যায় সন্নিকটে
সুরের মায়ায়-নিবিড় নাড়ীর টানে
অজ¯্র স্বপ্নে গাইতে ইচ্ছে করে
যে গান গেয়েছিলাম
তোমায় নিয়ে কোন জলসায়-
আর তুমি যে এসেছিলে
স্বপ্ন সাথী হয়ে
সুর মেলাতে দৈত্যকন্ঠে।