বাংলাদেশের সাম্যবাদী দল এর কেন্দ্রীয় সদস্য ও সিলেট শাখার ভারপ্রাপ্ত সম্পাদক কমরেড আফরোজ আলী স্মরণে সিলেটের প্রগতিশীল রাজনৈতিক দলসমূহ এর উদ্যোগে শোক সভা অনুষ্ঠিত হয়। ১৩ আগষ্ট শনিবার বিকাল ৫টায় আইনজীবী সমিতির ৩নং বার হলে গণতন্ত্রী পার্টি কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ব্যারিষ্টার মোঃ আরশ আলীর সভাপতিত্বে ও সাম্যবাদী দল সিলেট জেলা সাধারণ সম্পাদক ধীরেন সিংহ এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাম্যবাদী দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, সাবেক শিল্পমন্ত্রী দীলিপ বড়ুয়া। সভায় প্রগতিশীল রাজনৈতিক দলসমূহের মধ্যে বক্তব্য রাখেন সিলেট জেলা জাসদ সভাপতি লোকমান আহমদ, সিপিবি সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন, ন্যাপ ভারপ্রাপ্ত সভাপতি এম এ মতিন, ওয়ার্কার্স পার্টি সভাপতি সিকন্দর আলী, বাসদ জেলা সমন্বয়ক আবু জাফর, ওয়ার্কার্স পার্টি (মার্ক্সবাদী) সভাপতি সিরাজ আহমদ, গণতন্ত্রী পার্টি সাধারণ সম্পাদক জুনেদুর রহমান চৌধুরী, জাসদ মহানগর শাখার সাধারণ সম্পাদক গিয়াস আহমদ, বাসদ (মার্ক্সবাদী) জেলা সদস্য এডভোকেট হুমায়ূন রশীদ শোয়েব, সাম্যবাদী আন্দোলনের জেলা সমন্বয়ক সুশান্ত সিনহা সুমন, সাম্যবাদী দলের নিবাস চক্রবর্তী। অন্যান্যোর মধ্যে বক্তব্য রাখেন আইডিয়ার নির্বাহী নাজমুল হক,প্রয়াত আফরোজ আলীর মেয়ে হুমাইরা জাকিয়া পুতুল, ওসমানী স্মৃতি পরিষদ এর সভাপতি সৈয়দ আঃ বহলুল, গণফোরামের নির্মল চন্দ্র ধর।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা জাসদ সাধারণ সম্পাদক কে এ কিবরিয়া চৌধুরী, সিপিবি সাধারণ সম্পাদক খায়রুল হাছান, এডভোকেট আনোয়ার হোসেন সুমন, জাসদ এর মহিউদ্দিন, সাম্যবাদী দলের মোশাহিদ আহমদ, বাসদ জেলা সদস্য প্রণব জ্যোতি পাল, গণতন্ত্রী পার্টির গুলজার আহমদ, সাম্যবাদী আন্দোলনের এডভোকেট রণেন সরকার রনি প্রমুখ।
শোক সভায় সাম্যবাদী দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, সাবেক মন্ত্রী দিলীপ বড়ুয়া বলেন, আফরোজ আলী ছাত্র অবস্থায় কমরেড আসাদ্দর আলীর অনুপ্রেরণায় শোষিত নিপীড়িত জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে সাম্যবাদী রাজনীতিতে দিক্ষীত হয়ে আমাদের দেশে বিপ্লবী আন্দোলন গড়ে তোলায় নিজেকে বিলিয়ে দেন। বিভিন্ন প্রতিকূলতা এবং বৈরী পরিবেশকে মোকাবেলা করে অকূতোভয় সেনানী হিসেবে অবিচল এবং নিষ্ঠার সাথে শ্রমিক, কৃষক ও মেহনতি জনগণের সুমহান মুক্তির লক্ষ্যে উৎসর্গ করে গিয়েছেন। কমরেড আফরোজ আলী অসাম্প্রদায়িক তথা দেশের মানুষের মুক্তির আন্দোলনে নতুন প্রজন্মের কাছে বাতিঘর হয়ে থাকবেন।
সভার শুরুতে কমরেড আফরোজ আলীর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং স্মৃতির প্রতি দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। বিজ্ঞপ্তি