কানাইঘাট পৌর বিএনপির সভাপতি সহ ৪ নেতাকর্মী গ্রেফতার

63

কানাইঘাট থেকে সংবাদদাতা :
আগামী ৮ ফেব্র“য়ারী সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়কে সামনে রেখে এবং গতকাল সোমবার খালেদা জিয়ার সিলেট আগমনকে কেন্দ্র করে কানাইঘাট থানা পুলিশ বিএনপি ও জামায়াতের ৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে। গত রবিবার রাত এবং গতকাল সোমবার থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে কানাইঘাট পৌর বিএনপির সভাপতি পৌর কাউন্সিলর শরিফুল হককে গতকাল সোমবার দুপুর ১২টার দিকে কানাইঘাট পূর্ব বাজারস্থ বিএনপির কার্যালয়ের সামনে থেকে গ্রেফতার করে পুলিশ। এছাড়া রবিবার রাতে পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কানাইঘাট ঝিঙ্গাবাড়ী ইউপির ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য বিএনপি নেতা সাঈদুল হক, গাছবাড়ী বাজারের ফার্মেসী ব্যবসায়ী জামাত নেতা ডাক্তার আব্দুর রকিব, বীরদল আগফৌদ গ্রামের বিএনপিকর্মী ফরিদ আহমদকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কানাইঘাট থানায় দায়েরকৃত পৃথক ২টি নাশকতামূলক মামলার অজ্ঞাতনামা আসামী দেখিয়ে গতকাল সোমবার আদালতে সোপর্দ করা হয়। এদিকে ৮ ফেব্র“য়ারী খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়কে সামনে রেখে নাশকতামূলক কর্মকান্ড প্রতিরোধে থানা পুুলিশ বিএনপি নেতাকর্মীদের আটক করতে বিভিন্ন স্থানে অভিযান শুরু করেছে। পুলিশি গ্রেফতারের ভয়ে অনেক নেতাকর্মী আত্মগোপনে রয়েছেন। উপজেলা বিএনপির নেতৃবৃন্দ জানিয়েছেন বেগম খালেদা জিয়ার আগমন উপলক্ষে বাস গাড়ী যোগে দলীয় নেতাকর্মীদের নিয়ে সিলেট যাওয়ার পথে পৌর বিএনপির সভাপতি শরীফুল হককে পুলিশ গ্রেপ্তার করে। তাদের অভিযোগ বেশ কয়েকটি গাড়ী যোগে দলীয় নেতাকর্মীদের নিয়ে সিলেট যাওয়ার সময় গাড়ী আটকে দেয় পুলিশ। তারপরও শত শত নেতাকর্মী বিকল্প অবস্থায় বেগম খালেদা জিয়ার আগমন উপলক্ষে সিলেটে গিয়েছেন। পুলিশ নেতাকর্মীদের গ্রেফতার করতে বাড়ীতে বাড়ীতে অভিযান চালাচ্ছেন বলে বিএনপির নেতাকর্মীদের অভিযোগ। থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদ জানিয়েছেন, নাশকতা মূলক কর্মকান্ডের সাথে জড়িত থাকার অপরাধে বিএনপি ও জামায়াতের ৪ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। খালেদা জিয়ার রায়কে ঘিরে কেউ নাশকতা মূলক কর্মকান্ডে লিপ্ত থাকলে তা কঠোর হস্তক্ষেপে প্রতিরোধ ও জড়িতদের গ্রেফতার করা হবে।