বিসিক ও সিলেট চেম্বারের যৌথ উদ্যোগে উদ্যোক্তা প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান

7
বিসিক, স্কিটি ও সিলেট চেম্বারের উদ্যোগে আয়োজিত ৫ দিনব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের সাথে অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেট চেম্বারের সিনিয় সহ সভাপতি চন্দন সাহা ও বিসিক এর কর্মকর্তাবৃন্দ।

গতকাল ২৪ জুন বৃহস্পতিবার চেম্বার কনফারেন্স হলে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) এর আওতাধীন ক্ষুদ্র ও কুটির শিল্প প্রশিক্ষণ ইন্সটিটিউট (স্কিটি) এর উদ্যোগে এবং বিসিক, সিলেট কার্যালয় ও সিলেট চেম্বার এর সহযোগিতায় ‘নিজ ব্যবসা শুর”র উপায়’ শীর্ষক ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিসিক, সিলেট এর ডিজিএম (ভারপ্রাপ্ত) ম. সুহেল হাওলাদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট চেম্বার অব কমার্সের সিনিয়র সহ সভাপতি চন্দন সাহা।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিসিক, সিলেট এর ডিজিএম (ভারপ্রাপ্ত) ম. সুহেল হাওলাদার বলেন, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) নতুন উদ্যোক্তা তৈরীতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি ‘নিজ ব্যবসা শুর”র উপায়’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালাটি আয়োজনে সার্বিক সহযোগিতার জন্য সিলেট চেম্বারকে ধন্যবাদ জানান। তিনি বলেন, প্রশিক্ষণ গ্রহণ করে বসে থাকলে হবে না, এ থেকে অর্জিত অভিজ্ঞতাকে কর্মক্ষেত্রে কাজে লাগাতে হবে। তিনি নতুন উদ্যোক্তাদের যেকোন প্রয়োজনে বিসিক, সিলেট কার্যালয়ের সাথে যোগাযোগের আহবান জানান। অনুষ্ঠানে প্রশিক্ষণ গ্রহণকারী ২৫ জন প্রশিক্ষণার্থীর মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কর্মশালার প্রশিক্ষক জনায়েত হোসেন, জুবায়ের আহমদ, সিলেট চেম্বারের যুগ্ম সচিব নুরানী জাহান কলি, সহ-সচিব সানু উদ্দিন র”বেল, অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও প্রশিক্ষণার্থীবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিলেট চেম্বারের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মিনতি দেবী। বিজ্ঞপ্তি