মাতৃমৃত্যু রোধে মিডওয়াইফদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ——-অধ্যক্ষ মাজেদ আহমেদ

48

সীমান্তিকের চেয়ারপার্সন অধ্যক্ষ মাজেদ আহমেদ বলেছেন, বাংলাদেশ এমডিজিতে বিশ্বে প্রশংসিত হয়েছে। সরকার মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর হার কমাতে বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণের মাধ্যমে কাজ করে যাচ্ছে। যার ফলে দেশ এখন এ ক্ষেত্রে সফলতার দিকে এগিয়ে যাচ্ছে। মাতৃমৃত্যুরোধে এবং নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে মিডওয়াইফারি প্রশিক্ষণের বিকল্প নেই। মিডওয়াইফরা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছেন।
তিনি সোমবার সকালে বেসরকারী প্রতিষ্ঠান সীমান্তিক ও ব্র্যাক ইউনিভাসির্টির যৌথভাবে বাস্তবায়িত ডেভেলাপিং মিডওয়াইভস্ প্রজেক্টের মিডওয়াইফারি গ্রাজুয়েশন অনুষ্ঠানে (দ্বিতীয় ব্যাচ-বি) প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
সীমান্তিকের সিলেট আঞ্চলিক কমিটির চেয়ারম্যান মোঃ আব্দুল আহাদ এর সভাপতিত্বে এবং শোভা আক্তার ও নুরজাহান অন্তরা এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন প্রশিক্ষণার্থী মারজানা আক্তার ও গীতা পাঠ করেন আন্নি দেব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীমান্তিকের উপ-নির্বাহী পরিচালক মোঃ পারভেজ আলম ও কাজী হুমায়ুন কবীর, সীমান্তিকের পরিচালক-শিক্ষা মোঃ আব্দুর রউফ তাপাদার, সীমান্তিক ম্যাটস্-এর অধ্যক্ষ ডা. জিয়াউল আবেদীন, ব্র্যাক ইউনির্ভাসিটির সিনিয়র ইন্সট্রাকটর ফাতেমা তুজ জহুরা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন প্রকল্পের ব্যবস্থাপক মরিয়ম জাহান সোনালী।
অভিভাবকবৃন্দের মধ্যের বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মোঃ কাইউম মিয়া, রওশান আলী, মোঃ ফরিদ উদ্দিন, মোঃ নুরুল ইসলাম, সীমান্তিক ডেভেলাপিং মিডওয়াইভস প্রজেক্টের ফাইন্যান্স এন্ড এডমিন অফিসার-শফিকুল ইসলাম, ইন্সট্রাকটর পিংকি চৌধুরী, ফেকাল্টি চাঁদমনি ও ডলি আক্তার, জুনিয়র ফ্যাকাল্টি ফারজানা আক্তার, সাদিয়া আলম আইভী, সুভিয়া ইয়াসমিন, রহিমা আক্তার, ফাইন্যান্স এন্ড এডমিন এসিস্ট্যান্ট মোঃ আনোয়ার হোসেন, সীমান্তিক স্কুল, কলেজ, ম্যাটস্, কমিউনিটি প্যারামেডিক এর শিক্ষক কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি