কাজিরবাজার ডেস্ক :
আগামী ২৯ মার্চ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে দেশের মোট ৯ পৌরসভা ও দেশের ১২৭টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন। মেয়াদ শেষ হয়ে যাওয়া এবং বিভিন্ন কারণে পদ শূন্য হওয়ায় এসব ইউপি ও পৌরসভায় সাধারণ নির্বাচন ও উপনির্বাচনের দিন নির্ধারণ করা হয়েছে।
রবিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে এ নির্বাচনের তফসিল ঘোষণা করেন ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ। তফসিল অনুযায়, এই নির্বাচনে প্রার্থীদের জন্য মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আগামী ১ মার্চ। মনোনয়নপত্র বাছাই করা হবে ৪ ও ৫ মার্চ। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১২ মার্চ।
এর আগে কমিশনের এক জরুরি বৈঠক শেষে ইসি সচিব সাংবাদিকদের জানান, ১২৭টি ইউপি ও ৯টি পৌরসভায় ভোট নেওয়া হবে ২৯ মার্চ। ৯টি পৌরসভার মধ্যে ৪টিতে সাধারণ নির্বাচন ও ৫টিতে উপনির্বাচন হবে। এছাড়া ১২৭টি ইউপির মধ্যে ৩৪টিতে সাধারণ ও ৯৩টিতে উপনির্বাচন হবে।