সিলেট জেলা বারের বিশিষ্ট আইনজীবী ও আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী জননেতা এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন- অপসংস্কৃতির আগ্রাসনে আমাদের তরুণ প্রজন্ম আজ নৈতিক অবক্ষয়ের দিকে ধাবিত হচ্ছে। তাই তাদেরকে নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করতে খেলাধূলা অগ্রণী ভূমিকা পালন করতে পারে। খেলাধূলা তরুণ প্রজন্মের শারীরিক উৎকর্ষতা সাধনের পাশাপাশি নৈতিকতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
তিনি গতকাল সিলেট সিটি কর্পোরেশনের ২৫নং ওয়ার্ডের দক্ষিণ সুরমা বারখলা রুপালী যুবসংঘের উদ্যোগে অনুষ্ঠিত ১ম মিনিবার নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। বারখলা ফুটবল মাটে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের ২৫, ২৬ ও ২৭নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর ও প্যানেল মেয়র এডভোকেট রোকশানা বেগম শাহনাজ এবং ২৫নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী কফিল উদ্দিন আলমগীর ও সমাজসেবী মাওলানা মুজিবুর রহমান।
রুপালী যুবসংঘের সভাপতি ইঞ্জিনিয়ার শাহজাহান কবির রিপনের সভাপতিত্বে অনুষ্ঠিত টুর্নামেন্টের উদ্ধোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- এলাকার বিশিষ্ট মুরব্বী মোস্তফা আহমদ, কায়েস্তরাইলের বিশিষ্ট মুরব্বী জুনেদ আহমদ, সামাদ আহমদ ও সাহেদ আহমদ, বারখলার মালেক আহমদ, যুব সংঘের সহ-সভাপতি শাহজাহান আলম শাহীন, সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন দিপু, সাংগঠনিক সম্পাদক রিমন আহমদ, সহ-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সুফি, অর্থ সম্পাদক রাহিম আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক রাকিব আলী টিপু, শিক্ষা সম্পাদক বিপ্লব আহমদ, ক্রীড়া সম্পাদক সাহেদ আহমদ জীবন, সহ-ক্রীড়া সম্পাদক আলমাছ আলী ও সোহেল আহমদ। বিজ্ঞপ্তি