আলম মুহাম্মদ
সালাম দেয়া নবীর সুন্নাত
অতি ছওয়াবের কাজ
সালাম দিতে ছোট বড়য়
কইরো না ক লাজ।
সবার আগে যে সালাম দেয়
সেই ত উত্তম অতি
আল্লাহ,রসুল হোন যে খুশি
খুশি হোন তার প্রতি।
সালাম দিলে হিংসা বিদ্বেষ
দূর হয় মনের কালো
সালাম দিয়ে অন্যের মনেও
যায় জ্বালানো আলো।
সালাম দিয়েই কথার শুরু
বিদায় বেলায় সালাম
নবীর শিক্ষা সালামের আগে
কেউ করোনা কালাম।
পায়ে ধরে সালাম করা
সে ত বেদায়াত হয়
হাই,হ্যালো হাত উঠানো
সালাম তাহা নয়।
সালামের লাগি বসে থাকা
অহংকারীর কাজ
সম্মান বাড়া,কিংবা কমা
নাই সালামের মাঝ।
সালাম হলো অন্যের প্রতি
উত্তম একটি দোয়া
সালাম বাড়ায় হৃদ্যতা আর
মহব্বতের ছোঁয়া।