স্বাস্থ্য সেবা গ্রাম পর্যায়ে পৌঁছে দিতে গ্রাম ডাক্তারদের ভূমিকা অপরিহার্য – স্বাস্থ্য ডা: রওশন আনোয়ার

20

গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির রিফ্রেসার প্রশিক্ষণার্থীদের কার্যক্রম পরিদর্শনে এসেছেন স্বাস্থ্য অধিদপ্তরের প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা (পি.এইচ,সি) পরিচালক ডা: রওশন আনোয়ার। গতকাল সন্ধ্যায় পবিত্র নগরী সিলেটে এসে পৌঁছলে গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির কেন্দ্রিয় সমন্বয়কারী গ্রাম ডাক্তার জুবায়ের মোহাম্মদ খান আজাদের নেতৃত্বে সিলেট সার্কিট হাউজে গ্রাম ডাক্তারদের নিয়ে তাকে শুভেচ্ছা জানান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক মো: আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, গ্রাম ডাক্তার ইকবাল হোসেন, গ্রাম ডাক্তার আব্দুল লতিফ, মো: রুবেল আহমদ, রায়হান হোসাইন, আনোয়ার হোসাইন ইমন প্রমুখ। গ্রাম ডাক্তাদের উদ্দেশ্যে ডাক্তার রওশন আনোয়ার বলেন স্বাস্থ্য সেবা গ্রাম পর্যায়ে পৌঁছে দিতে গ্রাম ডাক্তাদের ভূমিকা অপরিহার্য। সবাইকে স্বচ্ছ ভাবে গ্রামীণ জনপদের সাধারণ মানুষের প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করতে হবে। বিজ্ঞপ্তি