স্কুলছাত্র আবু সাঈদ হত্যা মামলায় ৭ প্রতিবেশীর সাক্ষ্য গ্রহণ

37

স্টাফ রিপোর্টার :
নগরীর আলোচিত স্কুল ছাত্র আবু সাঈদ হত্যা মামলার তৃতীয় দিনে আদালতে সাঈদের ৭ প্রতিবেশী সাক্ষ্য দিয়েছেন। গতকাল সোমবার সিলেট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আব্দুর রশিদ তাদের এ সাক্ষ্য গ্রহণ গ্রহণ করেন।
তারা হচ্ছেন, মোঃ সেলিম আহমদ, মোঃ আজির উদ্দিন, আবুল হোসেন, আব্দুস কুদ্দুস, মোক্তাদির আহমদ, দেলোয়ার হোসেন ও আব্দুল আহাদ তারেক। এ নিয়ে এই আলোচিত মামলায় ৩৭ সাক্ষীর মধ্যে গতকাল সোমবার পর্যন্ত ১৮ জনের সাক্ষ্য গ্রহণ আদালতে গৃহিত হয়েছে। আজ মঙ্গলবার ফের সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করেছেন আদালত।
এর আগে গত ১৯ নভেম্বর সাক্ষ্য দেন সাঈদের পিতা মতিন মিয়া, মামা আশরাফুজ্জামান, প্রতিবেশী ফিরোজ আহমদ, ওলিউর রহমান ও শফিকুল ইসলাম। ২২ নভেম্বর সাক্ষ্য দেন, সাঈদের মা সালেহা বেগম, সাঈদের আরেক মামা জয়নাল আবেদীন, তার শ্যালক সৈয়দ হিলাল, এয়ারপোর্ট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) গৌছুল হোসেন, এসআই সমরাজ মিয়া ও কনেষ্টবল কাশেম।
গতকাল সকাল সাড়ে ৯ টা থেকে বিকেল ২টা পর্যন্ত টানা এ সাক্ষ্য গ্রহণ চলে। তখন আসামী এসএমপির এয়ারপোর্ট থানার পুলিশ কনস্টেবল (বরখাস্ত) এবাদুর রহমান পুতুল, র‌্যাবের কথিত সোর্স আতাউর রহমান গেদা, সিলেট জেলা ওলামীলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম রাকিব ও প্রচার সম্পাদক মাহিব হোসেন মাসুমের উপস্থিতিতে আদালতের বিচারক মোঃ আব্দুর রশিদ তাদের এ সাক্ষ্যগ্রহণ সম্পন্ন করেন।