আবৃত্তি, অভিনয় ও গল্পবলায় সঠিকভাবে চর্চা করার ফলে মুক্তাক্ষরের এক ঝাঁক শিক্ষার্থীরা সুযোগ পেল অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের জীবনী ডকুমেন্টারিতে গত ২০ জানুয়ারী নিজ বাসভবনস্থ মুক্তক্ষরের সকল শিক্ষার্থীদের সাথে হাসি আনন্দের মধ্য দিয়ে নিজেই নির্বাচন করে দেন তার শৈশবকালের দৃশ্যায়নে কে কোন ভূমিকা পালন করবে। তখনি শিশুরা আনন্দে আত্মহারায় হেসে উঠে। সে সময় মুক্তাক্ষরের প্রশিক্ষক বিমল করের সাথে উপস্থিত ছিলেন সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, চলচ্চিত্র নাট্য পরিচালক নুহাশ চলচ্চিত্রের মোঃ জুয়েল রানা আরও উপস্থিত ছিলেন সিলেটের নাট্য ব্যক্তিত্বরা ও মুক্তাক্ষরের শিক্ষার্থীদের অভিভাবকরা। সব শেষে ডকুমেন্টারি ফিল্মি এর স্কিপ্ট’ বাংলাদেশের অর্থনীতির বরপুত্র আবুল মাল আবদুল মুহিত” নামক একটি পান্ডুলিপী তুলে দেওয়া হয় মুক্তাক্ষরের প্রশিক্ষক বিমল করের নিকট। ডকুমেন্টারিটির পরিকল্পনায় গ্রন্থানায়, চিত্রনাট্য ও পরিকল্পনায় মোহাম্মদ জুয়েল রানা। বিজ্ঞপ্তি