বইমেলা

23

সেলিম সিকদার

মেলা, মেলা, আবারও এলো বইমেলা !
নবীন প্রবীণদের এক ভাষার খেলা
প্রতি বৎসর আছে ফেব্রুয়ারি মাসে
এই মেলা বসে ভাষাসৈনিকদের স্মরণে ।
ভাষা-আন্দোলনের কতোই ইতিহাস আছে !
লেখকগণ সেই কথা রচিবেন আপন মনে
বাঙলা কবিতা আর বাঙলা গানে ।
আছেন যত শত শত নবীন প্রবীণগণে
জননীর ভাষাকে যেতে দিবে না বিসর্জনে ।
বাঙলা আমার মায়ের ভাষা আছে মনে প্রাণে
সেই ভাষার জন্য সূর্যসন্তানারা জিবন দিলে রণে।
রাষ্ট্র ভাষা বাঙলা চাই স্বাধীকারের মাধ্যমে
বাঙলার স্বাধীনতা উঠলো এবার হেসে।
তাদের আমরা ভুলিয়া থাকি কেমন করে ?
আজ সন্তানকে গড়ছি ইংরেজির আদলে !
যদি হয় আমার তোমার বাঙলা ভাষার ক্ষরণ
বইমেলার স্টল গুলোতে অন্য ভাষায় বই তুলবো
না, ভাষাসৈনিকদের স্মরণে আছে বারণ ।
আমরা সবাই যাবো দল বেঁধে বই মেলাতে
লেখকদের লেখা নতুন বইয়ের ঘ্রাণে
আলোকিত করবে আমাদের সমাজকে
বাঁচিয়ে রাখিবে আমার জননীর ভাষাকে।