নেছার আহমদ নেছার
বিশাল ভূ-মন্ডলে খুঁজি তোমার ঠিকানা
কোথায় আছ-কেমন আছ!
জানতে ইচ্ছে করে।
নভ:মন্ডলে উড়ে চলা বিরহী বিহঙ্গ
চলছে কোথায় জানি না;
হয়তো-বা ব্যাকুল হয়ে খুঁজে
চলছে প্রিয় সাথীকেÑ
তেমনি আমিও খুঁজি তারে।
তার স্মৃতিময় দিনগুলো গানে গানে
প্রাণের বন্ধনে উজাড় করা প্রীতি আর
স্বপ্ন ঘেরা নিবিড় ভালবাসায়;
কতনা স্মৃতি মনে পড়েÑ
কেবলি মনে পড়ে
খুব বেশী মনে পড়ে।
রাত্রীটা যখন গভীর হয়
নিঝুম নিস্তব্ধ হয়ে আসে চারিপাশ,
অন্তর দুমড়ে মুচড়ে দিতে ঝড় আসে
শূন্যতায় হাহাকার বয়ে যায়।
কত বছর চলে গেছে
তুমিও গেছ হারিয়ে;
জানি না কোথায় কেমন আছ,
আমার সত্ত্বায় জড়িয়ে থাকা তোমার
প্রেম অমলিন অম্লান-
তাই আজও ব্যাকুল মনে তোমায় খুঁজি।