জালাল জয়
লাল, নীল, হলুদ আরো কত রঙের পাখি-ডাগর ডাগর চোখে আমায় ডাকে
আমি ব্যাকুল হয়ে পাখির চোখে থাকি চেয়ে। কোন শব্দ জানা নাই, কোন
অর্থ জানা নাই, কোন পথ চেনা নাই, আমি তো আমার মাঝে নাই,
আমার মাঝে নাই। কোকিল, দোয়েল শ্যামা, ময়না টিয়া, হলুদ লালে আরো
কত রঙের পাখির সমারোহ- আহা কেমনে বাঁচি, কেমনে বাঁচি- প্রায়ই মরি,
প্রাণে পাখি প্রায়ই মরি।
গাছের ডালে, গাছের পাতায়, নদীর জলে,
নদীর ঢেউয়ে যাই খুঁজে যাই-পাখি তোমায়,
আমি তো আমার মাঝে নাই, আমি তো আমার মাঝে নাই।
আকাশে তখন উড়তে থাকি পাখির ডানায়। ঐ ধানের ক্ষেতের শীষে শীষে
মধুর সুরে যাই খুঁজে যাই-পাখি তোমায়, সুরের মায়ায়। ঐ বিলের জলে তোমার
নাচন যাই খুঁজে যাই, না খুঁজে পাই। যাই ডুবে যাই, যাই মরে যাই। আমি
তো আমার মাঝে নাই, আমি তো আমার মাঝে নাই। আচমকা কন্ঠে পাখিরা সুর ধরে,
সেই সুরের ছোবলে- যাই মরে যাই, আমি যাই মরে যাই। অদ্ভুতভাবে উড়াল হাওয়ায়
পাখির ডানায় উড়তে উড়তে ঘুম ভেঙে দ্যাখি, বিছানায় একটা পাখি এসে চুমু দিচ্ছে হাতে।
তার নাম জানি না, তার রঙ চিনি না এক ইশারায় শিস বাজিয়ে, আকুল প্রাণে ব্যাকুল করে
নিলো আমায় অপন করে। আমি তো তারে চিনি নাই, আমি তো তারে চিনি নাই।
আমি তো আমার মাঝে নাই। আমি তো আমার মাঝে নাই।