রমজান আলী রনি
আমরা অবুজ আমরা সবুজ
আমরা ছোট শিশু
ফুলের বনে সরল মনে
রক্ত মাংসের টিস্যু।
যা দেখি ভাই তাই করে যাই
বিধিনিষেধ নাই
সকাল সন্ধ্যা খেলার ধান্দা
আনন্দে গান গাই।
প্রভাত হলে দুয়ার খুলে
ডাকি কসুম বাগে
সূর্যি মামার সাধ্য কি আর
আমার আগে জাগে?