ঘন অন্ধকারে

51

নেছার আহমদ নেছার

আকাশটা নির্মল
চারিপাশ সতেজ প্রাণময়
নিভৃত চারী সাধকের কান্নাটাও
খুব সতেজ কোলাহল মুখর,
বিহঙ্গ উজ্জ্বল আলোয় উড়ে বেড়ায় আকাশ জুড়ে
দেখতে চমৎকার লাগে,

স্পষ্ট পাখি গুলো শূন্যে মহাশূন্যে
হারিয়ে যায়-চোখ জুড়ানো আবেশ নিয়ে,
বিহঙ্গ রবে ব্যঘাত ঘটে সাধকের
যিনি-সারাক্ষণ ধ্যানে বসে থাকেন
পাবার প্রতীক্ষায়-

এক মহাশক্তির অস্তিত্ব
খুঁজে সারাদিন সারা রাত কাটে-
নিভৃতে একাকী-নূরব নিস্তব্ধতায়।
উজ্জ্বল সূর্যটা আলোকিত করবে কি?
সাধক যে না পাওয়ার আকুল তৃষ্ণায় কাতর
গহীন কাননের ঘন অন্ধকারে।