সুস্থ খেলাধূলার মাধ্যমে তরুণ সমাজকে এগিয়ে যেতে হবে – নুরুল হুদা মুকুট

40

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হুদা মুকুট ফুটবলারদের উদ্দেশ্যে বলেছেন, মাদক থেকে রক্ষা পেতে এবং উত্তম জীবন গঠনে সুস্থ খেলাধূলার বিকল্প নেই। তাই সুস্থ খেলাধূলার মাধ্যমে তরুণ সমাজকে এগিয়ে যেতে হবে। এ জন্য বেশি করে সুস্থ খেলাধূলার আয়োজন করতে হবে। তিনি আরো বলেন, খেলাধূলার পাশাপাশি লেখাপড়া চালিয়ে যেতে হবে।
বৃহস্পতিবার বিকেলে জগন্নাথপুর উপজেলা ফুটবল এসোসিয়েশনের ১৪ তম ফুটবল লীগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্থানীয় ইকড়ছই হারুনুর রশীদ হিরন মিয়া স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আ’লীগের সাবেক সহ-সভাপতি প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ, সাবেক পররাষ্ট্রমন্ত্রী প্রয়াত জাতীয় নেতা আলহাজ্ব আবদুস সামাদ আজাদের ছেলে আজিজুস সামাদ ডন, জেলা পরিষদ সদস্য সৈয়দ সাবির মিয়া, জগন্নাথপুর পৌরসভার মেয়র আলহাজ্ব আবদুল মনাফ ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু।
জগন্নাথপুর উপজেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি সুহিনুর রহমান দুদুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজুল হক আনার পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে উপজেলা আ’লীগের সহ-সভাপতি আবদুল কাইয়ূম মশাহিদ, যুগ্ম-সম্পাদক লুৎফুর রহমান, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূঁইয়া, কলকলিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবদুল হাসিম, চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল হান্নান চৌধুরী সুফি মিয়া, পাটলি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আংগুর মিয়া, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র-২ ও সাবেক কৃতী ফুটবলার সুহেল আহমদ, পৌর কাউন্সিলর আবাব মিয়া, দিপক গোপ, যুক্তরাজ্য প্রবাসী সুন্দর আলী, সৈয়দপুর-শাহারপাড়া ইউপি চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালী, সাবেক কৃতী ফুটবলার মোবাশ্বির আলী, জগন্নাথপুর উপজেলা ফুটবল এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি, সাবেক কৃতী ফুটবলার ও জগন্নাথপুর বাজার সেক্রেটারি জাহির উদ্দিন, সাবেক কৃতি ফুটবলার সালাহ উদ্দিন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সাবেক কৃতী ফুটবলার মাহবুবুর রহমান, যুগ্ম-সম্পাদক ও পৌর যুবলীগ নেতা আকমল হোসেন ভূঁইয়া, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, জগন্নাথপুর উপজেলা ফুটবল এসোসিয়েশনের সহ-সভাপতি শায়েক আহমদ, ফুটবলার মনির, মাজিদ, অলি, জুয়েল, আদিলসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অতিথিদের ফুলের তোড়া দিয়ে বরণ করেন জগন্নাথপুরে মাস ব্যাপী মেলার আয়োজনকারী হাসনা হেনা।