চারিত্রিক মাধুর্য দিয়ে ইসলামের সুমহান আদর্শ ছাত্র সমাজের কাছে তুলে ধরতে হবে – খালেদ আহমদ

38

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর কতৃক আয়োজিত দুই দিন ব্যাপী সহযোগী সদস্য কর্মশালা গত ১১ ও ১২ জানুয়ারী’ (বৃহস্পতি ও শুক্রবার) মহানগর মজলিস মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সিলেট মহানগর সভাপতি মোহাম্মদ শাহীনের সভাপতিত্বে ও সেক্রেটারী আফজাল হোসাইন কামিলের পরিচালনায় কুরআন তিলাওয়াত ও উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে কর্মশালা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারী জেনারেল এইচ এম খালেদ আহমদ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আজকে নৈতিক চরিত্রের অভাবে ছাত্র সমাজ ধীরে ধীরে অবক্ষয় ও ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। তাই তিনি ছাত্র মজলিস জনশক্তিদেরকে চারিত্রিক মাধুর্য ও উত্তম আমল-আখলাকের মাধ্যমে ছাত্র সমাজের কাছে ইসলামের সুমহান আদর্শ ছাত্র সমাজের কাছে তুলে ধরার আহবান জানান।
দুই দিন ব্যাপী সহযোগী সদস্য কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডা. আবু হাসিন, খেলাফত মজলিস সিলেট মহানগর সহ-সভাপতি আব্দুল হান্নান তাপাদার, ইঞ্জি. আনওয়ারুল ইসলাম, সিলেট জেলা সাধারণ সম্পাদক মাও: নেহাল আহমদ, ছাত্রমজলিস সাবেক কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি মুহাম্মদ ইসহাক,সিলেট পূর্বজেলা সভাপতি বিলাল আহমদ চৌধুরী, পশ্চিম জেলা সভাপতি জারির হোসাইন, পূর্বজেলা সাবেক সভাপতি শিব্বির আহমদ, ইসলামী বিশ্ববিদ্যালয় সাবেক সভাপতি মাও: মোতাহির হোসাইন, খেলাফত মজলিস মহানগর পেশাজীবী সম্পাদক নজরুল ইসলাম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিম জেলা সেক্রেটারী জাকির হোসেন সাঈদ, মহানগর প্রশিক্ষণ সম্পাদক ফখরূল ইসলম, অফিস ও প্রচার সম্পাদক মাহবুব আবেদীন মোহন, বায়তুলমাল ও ছাত্র কল্যাণ সম্পাদক আব্দুর রব,পাঠাগার সম্পাদক মঈনুল হক, প্রকাশনা সম্পাদক মু.খালেদ সাইফুল্লাহ, ক্যাম্পাস ও স্কুল বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম জলিল প্রমুখ। বিজ্ঞপ্তি