মুহিবুর রহমান মানিক এমপি বলেছেন, স্বাধীনতা আন্দোলনসহ দেশের যেকোন ক্রান্তিলগ্নে সব সময়ই প্রবাসীদের রয়েছে অগ্রণী ভূমিকা। প্রবাসে থেকে সুনামের সাথে কাজ করে দেশের ভাবমূর্তি উজ্জলসহ মাতৃভূমির কল্যানে অব্যাহত সহযোগিতার মাধ্যমে দেশের উন্নয়নের তারা সম্পৃক্ত হচ্ছেন। যুক্তরাজ্যসহ উন্নত রাষ্ট্রগুলোর বিভিন্ন পরিসরে তাদের সৎ নেতৃত্বে সরকারের পাশাপাশি প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। আতাউর রহমান আনসার ট্রাষ্টের কার্যক্রমে প্রশংসা করেন ও গরীবদের মধ্যে সাহায্য সহযোগিতা অব্যাহত রাখা আহবান জানান। শুক্রবার সন্ধ্যায় ছাতক উপজেলার জালালপুরে আতাউর রহমান আনসার ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে উদ্যোগে লন্ডন টাওয়ার হ্যামলেটের স্পীকার সাবিনা আক্তারের সংবর্ধনা ও এতিম, গরীব ছাত্রদের মাঝে পোশাক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা গুলো বলেন। ট্রাষ্টের চেয়ারম্যান আতাউর রহমান আনসারের সভাপতিত্বে ও মহানগর ছাত্রলীগের সাবেক আপ্যায়ন সম্পাদক নজির হোসেন লাহিনের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা ও শীতবস্ত্র বিতরণ সভায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন, লন্ডন টাওয়ার হ্যামলেটের স্পীকার সাবিনা আক্তার। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের আহবায়ক ছানাউর রহমান ছানা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, গোবিন্দগঞ্জ ইউপি সাবেক চেয়ারম্যান আলহাজ¦ নিজাম উদ্দিন। সভায় বক্তব্য রাখেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার হোসেন তোতা মিয়া, সৈয়দ আহমদ, সাবেক চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা নুরুল আমিন, সাবেক চেয়ারম্যান, আরজক আলী, ছাতক উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক কৃপেশ চন্দ। উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, চেয়ারম্যান আওলাদ হোসেন মাষ্টার, আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা আছদ্দর আলী, মখলিছুর রহমান, আফজাল হোসেন, আপ্তাব উদ্দিন,মতিউর রহমান, নুরুল হক, আবুল হাসনাত, সিরাজুল হক। বিজ্ঞপ্তি