সিলেট ডিভিশনাল জয়যাত্রা ফাউন্ডেশন বিভাগীয় কমিটির কার্যক্রম শুরু

63

জয়যাত্রা ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কমিটির প্রথম কার্যক্রম উদ্বোধন উপলক্ষে জয়যাত্রা ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কমিটির আয়োজনে প্রায় ২’শ দুস্থ ও অসহায় মানুষের মধ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে ঔষুধ বিতরণ এবং দরিদ্র বালকদের খৎনা সম্পন্ন করা হয়েছে। শুক্রবার (১২ জানুয়ারি ২০১৮) নগরীর উপশহর সি ব্লক সংলগ্ন পশ্চিম তেররতন এলাকায় এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠান উদ্বোধন করেন জয়যাত্রা ফাউন্ডেশনের চেয়ারপার্সন হেলেনা জাহাঙ্গির। এ সময় তিনি বলেন, জয়যাত্রা ফাউন্ডেশন দুস্থ ও অসহায়দের নিয়ে কাজ করছে। সিলেট বিভাগীয় কমিটি আজ যে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছেন তা নিশ্চয় প্রশংসার দাবিদার। সিলেট বিভাগে আগামীতেও এ ধরণের অনুষ্ঠানের আয়োজন করে জয়যাত্রা ফাউন্ডেশনের অগ্রযাত্রাকে আরো এগিয়ে নিয়ে যাবে এই প্রত্যাশা করি।
সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগের নির্বাহী সদস্য, মহানগর আওয়ামীলীগের সভাপতি সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, জয়যাত্রা ফাউন্ডেশনের মহাসচিব ওয়াহিদ জামান, সহ সভাপতি এস এম মনি, সিলেট ডিভিশনের কো-অর্ডিনেটর রোটারিয়ান সৈয়দ আশরাফ আহমদ, জেনারেল সেক্রেটারী রোটারিয়ান জাকারিয়া ইফতেখার শামীম, রোটারিয়ান এসিসটেন্ট কো-অর্ডিনেটর এম. এ মতিন, ফরেইন এফেয়ার্স প্রবাসী কমিউনিটি নেতা রোটারিয়ান শাহ্ শেরওয়ান মোহাম্মদ কামালী, রোটাঃ ড. আব্দুল কালাম, রোটাঃ কৌশিক চৌধুরী, রোটাঃ জামাল আহমদ, রোটাঃ বদরুজ্জামান, রোটাঃ রোকসানা পারভীন, রোটাঃ রওশন আরা মেহেদী, রোটাঃ খয়রুন নেহার চৌধুরী, রোটাঃ রোকসানা আহমেদ, চন্দন শামস পুরকায়স্থ, সুবির ঘোষ, এডভোকেট চৌধুরী আতাউর রহমান, সাবেক কাউন্সিলর শাহজাহান আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি