আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো হবিগঞ্জের ইজতেমা

14

হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তিন দিনব্যাপী হবিগঞ্জের আঞ্চলিক ইজতেমা শেষ হয়েছে।
শনিবার (৬ জানুয়ারি) দুপরে মোনাজাত পরিচালনা করেন কাকরাইল মসজিদের তাবলীগ জামাতের মুরুব্বী আল্লামা মুহাম্মদ হোসাইন। প্রায় ২৩ মিনিটের মোনাজাতে দেশ ও জাতি এবং সারা বিশ্বের মুসলমানদের সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে মহান আল্লাহতায়ালার কাছে প্রার্থনা করা হয়।
আখেরি মোনাজাতে অংশ নিতে ভোর থেকেই মুসল্লিদের ঢল নামে। সূর্য উঠতে না উঠতেই মোনাজাতের আগ পর্যন্ত ইজতেমাস্থলের চারপাশের এলাকাজুড়ে কোথাও তিল ধারণের ঠাঁই ছিল না। মোনাজাতে অংশ নেয় প্রায় আড়াই লক্ষাধিক মুসল্লি।
মোনাজাতের আগে বয়ানে আল্লামা মুহাম্মদ হোসাইন বলেন, যে দ্বীন ইসলামের বিধান অনুসারে চলবে এবং হযরত মুহাম্মদের (সা.) জীবনাদর্শ অনুসরণ করবে, সে দুনিয়া ও আখিরাতে সফলতা অর্জন করবে।
তিনি আরও বলেন, ঈমানকে শক্তিশালী করতে হলে মানুষকে মসজিদের পরিবেশে বসাতে হবে। মুসলমানের নামাজ ছাড়ার প্রশ্নই আসে না। নামাজ এমনভাবে আদায় করতে হবে, যেমন নবী করিম (সা.) আদায় করেছেন।
হবিগঞ্জ সদর উপজেলার রিচি ইউনিয়নের সুলতান মাহমুদপুর মাঠে ৪ জানুয়ারি এ ইজতেমা শুরু হয়।