গোলাপগঞ্জে নদীর ভাঙ্গন থেকে রক্ষা পেতে এলাকাবাসীর মানববন্ধন

58

গোলাপগঞ্জ থেকে সংবাদদাতা :
গোলাপগঞ্জে কুশিয়ারা নদীর ভাঙ্গন থেকে রক্ষা পেতে স্থানীয়রা মানববন্ধন কর্মসূচী পালন করছে। শুক্রবার সকাল সাড়ে ১১টায় ভাদেশ্বর ইউপির নিয়াগুল, কাটাখালের পারসহ নদীর তীরবর্তী ৪/৫টি গ্রামের লোকজন প্রায় ১ঘন্টা নদী পারে দাঁড়িয়ে থেকে মানববন্ধন কর্মসূচী পালন করে। স্থানীয় সামাজিক সংগঠন নিয়াগুল, কাটাখালের পার, কুলিয়া সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মইন উদ্দিন পাখি মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন, ডাঃ ফখরুল ইসলাম, সুব্রত দাশ, শমরঞ্জন দাস, চিত্ত রঞ্জন দাস, জসীম উদ্দিন, শামসুল ইসলাম, শুভঙ্কর দাস, প্রীতি ভূষন দাস, স্বপন দান, পাপলু দাস, পিন্টু দাস, সৈকত দাস, সাগর দাস, বাবুল দাস, অধির সিংহ, গৌরাঙ্গ চন্দ্র দাস, কুটু মিয়া, মুকুন্দ রাম দাস, চয়ন চক্রবর্ত্তী, সৌরভ দাস ও সব্যসাচী দাস। মানববন্ধনে বক্তারা নদীর ভয়ানক ভাঙ্গন থেকে রক্ষা পেতে স্থানীয় সংসদ সদস্যসহ সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন। অব্যাহত নদী ভাঙ্গনের ফলে হুমকির মুখে রয়েছে স্কুল, মাদ্রাসা, মসজিদ ও মন্দির। যে কোন সময় এসব প্রতিষ্ঠান নদী গর্ভে বিলীন হয়ে যেতে পারে।