বাবা

23

ফেরদৌসী খানম রীনা

মায়ের পরে বাবার স্থান,
বাবা যে মহাপ্রাণ।

বাবা যে প্রাণের প্রিয়জন,
বাবা যে আমার প্রাণ।

মা এর পরে তুমি শক্তি,
তাই তো তোমায় করি ভক্তি।

জীবনের প্রতিটি ক্ষণে,
তোমার কথা পরে মনে।

শৈশবে কত না করে যতন,
মায়া- মমতায় রেখেছিলে করে আপন।

শাসনের বেড়া জালে,
নিজের স্বার্থ ভুলে।

সংসারের সকল বাঁধা-বিগ্ন,
দূর করতে হয়ে উদ্বিগ্ন।

সংসারের নানা সমস্যায়,
তুমি যে ছিলে সহায়।

তোমার শাসন, সে তো নয় অকারণ,
ভালোবাসি তোমায় দিয়ে এ মন।

শাসন সে তো সামনে এগিয়ে যাবার জন্য,
জীবনে বাবা তোমার কাছে ধন্য।

আমাদের জন্য তোমার সংগ্রাম,
তাই তোমাকে জানাই সালাম।

জীবনের অনেক দুর্দশা আর হতাশায়,
দূর করে রেখেছ মমতায়।

বটবৃক্ষের ছায়া যেমন,
বাবা তোমার স্নেহের ছায়া তেমন।

বাবা মা মিলে যে সংসার,
মধুমাখা সে তো সুখের ঘর।

বিধাতার কাছে প্রার্থনা,
সারা জীবন সুখে থাক এই কামনা।