যুক্তরাজ্য আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব বলেছেন, শীতার্ত মানুষের মধ্যে আমাদের সবার সাধ্যানুযায়ী শীতবস্ত্র বিতরণ করা উচিত। বিত্তবানদের সম্পদে গরীব মানুষের অধিকার রয়েছে। অসহায় মানুষের শীত নিবারণে স্বাধীন ধারার মতো সংগঠনগুলো কাজ করছে। এরকম মহৎ কাজে তরুণদের আরো বেশি সম্পৃক্ত হওয়া দরকার।
অরাজনৈতিক সামাজিক সংগঠন স্বাধীন ধারা সিলেটর উদ্যোগে ২ জানুয়ারি বুধবার রাতে সিলেট রেলওয়ে স্টেশনে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
স্বাধীন ধারা সিলেটের সভাপতি আব্দুল মুমিন লাহিনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক তারেক আহমদ সামীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদের সদস্য মতিউর রহমান মতি, সিলেট জেলা যুবলীগের ক্রীড়া সম্পাদক মনোয়ার হোসেন মনু। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন স্বাধীন ধারা সিলেটের সাধারণ সম্পাদক শাহীন আহমদ, সহ-সভাপতি এ.কে. সানা, সহ-সভাপতি নওশাদ আহমেদ, নন্দন মোদক, জুয়েল আহমদ, শিব্বির আহমদ, আব্দুল্লাহ আল মামুন, পাপ্পু রহমান মারজান, আব্দুল মালেক, সেলিম আহমদ, জাকির হোসেন, এম.এ. তামিম সিদ্দিকী, কাজী নাঈম আহমদ, কামরান আহমেদ, নাবিল আহমদ, মুস্তাফিজুর রহমান, ইমন তালুকদার, মহানগর ছাত্রলীগ নেতা বদরুল আলম তুহিন, দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক আলী আহমদ, ছাত্রলীগ নেতা শরিফ আহমদ রাজা প্রমুখ। বিজ্ঞপ্তি