সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠিত

46

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক শিক্ষার্থীদের সংগঠন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ২০১৮-১৯ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের কনফারেন্স কক্ষে এ উপলক্ষে আয়োজিত দায়িত্ব হস্তান্তর, বিদায়ী সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠানে ৯ সদস্যবিশিষ্ট নতুন কমিটির নাম ঘোষণা করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড মোঃ মতিয়ার রহমান হাওলাদার। নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদের তৃতীয় বর্ষের শিক্ষার্থী উত্তম কুমার দাশ ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মৎস্যবিজ্ঞান অনুষদের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ইফতেখার আহমেদ ফাগুন। মাহমুদুল হাসানের সঞ্চালনায় ও সাবেক সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম সূর্যের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার মোঃ বদরুল ইসলাম শোয়েব, প্রক্টর প্রফেসর ড মৃত্যুঞ্জয় বিশ্বাস, কৃষি অনুষদের ডিন প্রফেসর ড আবুল কাশেম, অর্থশাখার পরিচালক প্রফেসর নূর হোসেন। অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, পড়ালেখার পাশাপাশি সাংবাদিকতার সাথে যারা জড়িত তাদেরকে প্রচুর পড়াশোনা করতে হবে, জানতে হবে এবং সাংবাদিকতার মৌলিকতা ও সততা বজায় রেখে দায়িত্ব পালন করতে হবে। বিদায়ী সভাপতি সাজ্জাদ আরেফিন ও বিদায়ী সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম সূর্যকে স্মারক প্রদান করেন অতিথিবৃন্দ। এবং নবনির্বাচিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন উপস্থিত সকলে। কমিটির অন্যান্য সদস্যবৃন্দ হলেন, অর্থ সম্পাদক এ এস এম মহিউদ্দীন, দপ্তর সম্পাদক আনোয়ারুল ইসলাম খোকন, নির্বাহী সদস্য মোঃ মাহমুদুল হাসান চৌধুরী, সদস্য কাজী শিহাব শাহরিয়ার, ইমরান হোসেন, শাহনূর ইসলাম রাফী, গোলাম মর্তুজা সেলিম। বিজ্ঞপ্তি