জামালগঞ্জে ছাতিধরা জলমহাল ইনসানপুর মৎস্যজীবী সমিতিকে দখল দিতে ইউএনও’র নির্দেশ

38

গোলাপগঞ্জ থেকে সংবাদদাতা :
জামালগঞ্জ উপজেলার ছাতিধরা জলমহাল ফিসারিজ ইনছানপুর মৎস্যজীবী সমবায় সমিতিকে দখল সমজিয়ে দিতে নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা টিটন খীসা। জানা যায়, গত সোমবার দুপুরে ছাতিধরা জল মহালটি দখলে নিতে চায় সদর ইউপি চেয়ারম্যান ফয়জুল আলম মোহন অংশিদাররা। মোহনের দাবী ইনছানপুুর মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি মো. আশরাফ উদ্দিন ও সাধারণ সম্পাদক আলী আকবর তাকে লিখিত ভাবে জলমহালটি সাবলিজ দেন। এ পরিপ্রেক্ষিতে মোহন তার লোকজনকে নিয়ে জলমহলটি দখল করতে যান বিল পাড়ে। অপরদিকে সমিতির সভাপতি আশরাফ উদ্দিন তার লোকজন নিয়ে জলমহালের রক্ষণাবেক্ষণের কাজে ব্যস্ত ছিলেন। জলমহালের তীরে মোহন তার লোক জনকে নিয়ে দখল করতে চাইলে সমিতির সভাপতি তার অংশিদার গণকে খবর দিলে জলমহাল তীরে উভয় পক্ষের উত্তেজনা দেখা দেয়। এ ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা টিটন খীসা ও থানার অফিসার ইনচার্জ মো. আতিকুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে দাঙ্গা হাঙ্গামা থেকে বিরত থাকতে নির্দেশ প্রদান করেন। এবং উভয় পক্ষকে বুধবারে নিজ নিজ কাগজ পত্র নিয়ে অফিসে আসার জন্য বলেন। এই জলমহালটি স্থানীয় দু ইউপি সদস্যের জিম্মায় দিয়ে আসেন। এ ঘটনার পর গতকাল বুধবার ইউএনও’র কার্যালয়ে উপজেলার পাচ ইউনিয়ন চেয়ারম্যানের উপস্থিতিতে শোনানী অনুষ্ঠিত হয়। উভয় পক্ষের শুনানীর শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইনছানপুর মৎস্যজীবী সমবায় সমিতির কাগজ পত্র সঠিক পাওয়া জলমহালটি ওই সমিতিকে সমজিয়ে দেওয়ার জন্য জিম্মাদার ইউপি সদস্য কামরুল ইসলাম ও মনির হোসেনকে নির্দেশ দেন প্রদান করেন।