রতœা ও জৈন্তারখালের দু’পাশে নির্মিত জাহাজ বিল্ডিং ভাঙ্গার নির্দেশ সিটি কর্পোরেশনের

39

স্টাফ রিপোর্টার :
নগরীর দক্ষিণ সুরমায় সিলেট সিটি করপোরেশনের ২৫নং ওয়ার্ডের বারখলা এলাকার রতœারখাল ও জৈন্তারখালের দু’পাশ দখল করে নির্মিত জাহাজ বিল্ডিং ভাঙ্গার নির্দেশ দিয়েছেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী। মঙ্গলবার সকালে রতœারখাল ও জৈন্তারখালের উপর নির্মিতব্য কালভার্ট ও গার্ডওয়ালের উদ্বোধনকালে এ নির্দেশ দেন তিনি। এ সময় ২৫ ও ২৬নং ওয়ার্ডের বারখলা, খায়েস্তরাইল, দাউদপুর, মুছারগাঁও ও ঝালপাড়া এলাকার বিভিন্ন উন্নয়ন মূলক কাজ পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে বারখলা রূপালী আবাসিক এলাকার বাসিন্দাদের দাবির প্রেক্ষিতে ঐ এলাকার মধ্য দিয়ে নতুন করে একটি ড্রেন খননের উদ্যোগ নেন মেয়র। পরে দাউদপুর, মুছারগাঁও এলাকার হযরত আকিল শাহ (রহ.) এর মাজার সংলগ্ন এলাকার ড্রেন পরিদর্শন করেন মেয়র। এ সময় স্থানীয় ওয়ার্ডবাসীরা মেয়রের কাছে জলাবদ্ধতা ও ড্রেনেজ সমস্যা কথা তুলে ধরেন। মেয়র তাদের দাবির প্রেক্ষিতে দ্রুত এসব এলাকার খাল, নালা ও কালভার্ট পরিষ্কার ও নির্মাণের নির্দেশ দেন করপোরেশনের কর্মকর্তাদের। পরে মেয়র ঝালপাড়া সড়ক প্রশস্থকরণ কাজ পরিদর্শন করেন। এ সময় ওয়ার্ড কাউন্সিলর তাকবির ইসলাম পিন্টু, সিসিকের প্রধান নির্বাহী প্রকৌশলী নুর আজিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী আলী আকবর ও শামছুল হকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।