পিপীলিকা ও চাঁদ

19

নেহাল অর্ক :

একফালি তরমুজে পিপীলিকার আনাগোনা
ডাগর চোখে একটুকরো স্বপ্নের হাসি
কাকতাড়ুয়ার অবিচল লক্ষ্যভেদী নিশানা
শপথের কবিতায় কাটাছেঁড়া রাশিরাশি;

অভুক্ত কুকুর খাবার খোঁজে বারবার
জীবনের ভেতর মৃত্যুর গল্প পড়া হয় শতবার।
গ্রহণের ছোবলে ঢেকে থাকে চাঁদ
প্রদীপের শিখায় প্রেয়সীর মুখ
কামাতুর চোঁখ নিয়ন আলোতে স্বপ্ন খোঁজে;

দ্রৌপদীর আবরণহীন শরীর শুধুই নিরুপায়
বিবর্ণ চাঁদের আলোতে পিপীলিকা নির্ভয়ে হাঁটে
তরমুজের মতো লাল দুটো ঠোঁটের ভাঁজে।

পারিজাত প্রেম মৃত্যুকে আলিঙ্গন করে
আনাগোনা করে নৈর্ব্যক্তিক স্মৃতির জোছনা;
আঁধার বিদায় নেয় নিজের মতো করে
চাঁদের মায়া কেবলই থাকে অচেনা।