জেলা প্রশাসকের সাথে বেসরকারি শিক্ষক ফোরামের মতবিনিময়

43

সিলেটের জেলা প্রশাসক মোঃ রাহাত আনোয়ার যুগ্ম সচিব পদে পদোন্নতি লাভ করায় শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে আন্দোলনরত বাংলাদেশ বেসরকারী শিক্ষক-কর্মচারী ফোরাম সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ গতকাল ২৪ ডিসেম্বর রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে তাঁর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাঁকে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করেন।
এ সময় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা সভাপতি মোঃ জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক জ্যোতিষ মজুমদার, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল মতিন, শিক্ষা বিষয়ক সম্পাদক ছয়ফুল আমিন, বিশিষ্ট শিক্ষক নেতা ও টুকেরবাজার রশিদিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মুয়ীনুল ইসলাম প্রমুখ।
সাক্ষাতকালে জেলা প্রশাসকের সাথে শিক্ষক নেতৃবৃন্দের এক মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষক নেতৃবৃন্দ বেসরকারি শিক্ষকদের বিভিন্ন সমস্যা তুলে ধরে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের জোর দাবী জানান। জেলা প্রশাসক ধৈর্য্য সহকারে শিক্ষকদের সমস্যাগুলো শোনেন। জাতীয়করণের দাবিতে একাত্মতা প্রকাশ করে জেলা প্রশাসক মোঃ রাহাত আনোয়ার বলেন, বেসরকারী শিক্ষকদের দাবী অত্যন্ত যৌক্তিক। সময় ও সুযোগ পেলে আমি অবশ্যই আপনাদের দাবী সরকারের নীতি-নির্ধারণী পর্যায়ে তুলে ধরবো।
শেষে জেলা সাধারণ সম্পাদক জ্যোতিষ মজুমদার তার লেখা প্রবন্ধগ্রন্থ ‘স্বপ্ন’ জেলা প্রশাসককে উপহার দেন। বিজ্ঞপ্তি