স্পোর্টস ডেস্ক :
টেনিসবিশ্বের সেরা চার তারকা হলেন- রাফায়েল নাদাল, নোভাক জকোভিচ, রজার ফেদেরার ও এন্ডি মারে। শিরোপা জেতার জন্য একে অপরের বিপক্ষে আপ্রাণ চেষ্টা চালিয়ে যান। কিন্তু এবার ঘটতে যাচ্ছে ভিন্ন ঘটনা। লেভার কাপে একই দলের হয়ে খেলবেন ‘বিগ ফোর’ খ্যাত এই টেনিস তারকারা। টেনিসবিশ্বে এমন ঘটনার প্রথমবারের মতো দেখতে যাচ্ছে বিশ্ববাসী।
অস্ট্রেলিয়ান টেনিস কিংবদন্তি রড লেভারের নামে আগামী সেপ্টেম্বরে তিনদিনের একটি টুর্নামেন্টের আয়োজর করা হচ্ছে। এটি রড লেভার টুর্নামেন্টের পঞ্চম আসরে। আর এই টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য ছয়জন টেনিস তারকার সমন্বয়ে গঠন করা হয়েছে টিম ইউরোপ। সেখানেই একসঙ্গে খেলবেন ‘বিগ ফোর’। তাদের প্রতিপক্ষ রেস্ট অব দ্য ওয়ার্ল্ড দলের ছয়জনের দল।
টিম ইউরোপের নেতৃত্বে থাকবেন বিওন বর্গ। অন্যদিকে টিম ওয়ার্ল্ডের নেতৃত্ব দিবেন মার্কিন তারকা জন ম্যাকেনরো। এই দলে আরো রয়েছেন ফেলিক্স অগার-আলিয়াসিমে, টেইলর ফ্রিটজ ও দিয়েগো শুয়াটর্জম্যান।
উল্লেখ্য, গত দুই দশক ধরে বিশ্ব টেনিসে আধিপত্য দেখিয়ে আসছেন নাদাল, জকোভিচ, ফেদেরার ও মারে। এই চারজন মিলে এ পর্যন্ত জিতেছেন ৬৬টি গ্র্যান্ড স্ল্যাম। ২২টি স্ল্যাম শিরোপা জিতে এই তালিকায় শীর্ষে রয়েছেন নাদাল। ২০১৮ সালের লেভার কাপের দ্বিতীয় আসওে খেলা জকোভিচ জিতেছেন ২১টি স্ল্যাম শিরোপা।