সেলিম হাসান কাওছার গোলাপগঞ্জ থেকে :
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিরা মনে করেছিল তাকে হত্যার পর বঙ্গবন্ধু ও স্বাধীনতার ইতিহাস চাপা দিয়ে রাখবে। খুনিদের উদ্দেশ্য সফল হয়নি। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারনে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশ অনেক দূর এগিয়ে গেছে। আওয়ামীলীগ সরকার চায় ছেলে মেয়েরা আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে। আজকের দিনে নতুন প্রজন্ম হচ্ছে আসল শক্তি। নারীর ক্ষমতায়নে বাংলাদেশ আজ দুনিয়ার কাছে উদাহরণ। ২০১২ সালের মধ্যেই বাংলাদেশ নারী শিক্ষায় সমতা অর্জন করেছে। বর্তমানে বাংলাদেশে প্রাথমিকে ৫১ ভাগ আর মাধ্যমিকে ৫৩ ভাগ নারী শিক্ষার হার। এই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হলে আবারো আওয়ামীলীগ সরকার কে ক্ষমতায় আনতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিরা মনে করেছিল তাকে হত্যার পর বঙ্গবন্ধু ও স্বাধীনতার ইতিহাস চাপা দিয়ে রাখবে। কিন্তু খুনিদের উদ্দেশ্য সফল হয়নি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতা ও কঠোর হস্তে সকল ষড়যন্ত্র মোকাবেলার কারণে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশ অনেক দূর এগিয়ে গেছে। আওয়ামীলীগ সরকার চেয়েছে সর্বাগ্রে দেশের ছেলে মেয়েরা আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে। আজকের দিনে নতুন প্রজন্মই হচ্ছে আসল শক্তি। নারীর ক্ষমতায়নে বাংলাদেশ আজ দুনিয়ার কাছে উদাহরণ। ২০১২ সালের মধ্যেই বাংলাদেশ নারী শিক্ষায় সমতা অর্জন করেছে। বর্তমানে বাংলাদেশে প্রাথমিকে ৫১ভাগ আর মাধ্যমিকে ৫৩ ভাগ নারী শিক্ষার হার। একসময় সিলেটবাসী শিক্ষায় ছিল সবার চেয়ে পিছিয়ে। বর্তমানে সিলেট শিক্ষায় অনেকদূর এগিয়ে গিয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলার ড. সৈয়দ মকবুল হোসেন উচ্চ বিদ্যালয় ও কলেজের নতুন একাডেমীক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। অনুষ্ঠানে গভর্ণিং বডির সভাপতি ফয়জুল হক সুন্দরের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ অসিম কুমার পালের পরিচালনায় মন্ত্রী আরো বলেন, দেশে খাদ্য উৎপাদন সক্ষমতা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। আমরা এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। এখন দেশের মানুষ কেউ না খেয়ে থাকেনা। দেশের কমিউনিটি ক্লিনিকগুলোতে ৩২ ধরনের ঔষধ বিনামূল্যে দেওয়া হয়। এখন দেশে শিশুমৃত্যুর হার হ্রাস পেয়েছে । অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, জেলা আওয়ামীলীগ কার্য নির্বাহী সদস্য সৈয়দ মিসবাহ উদ্দিন, পশ্চিম আমুড়া ইউপি চেয়ারম্যান র”হেল আহমদ, যুবলীগ নেতা আব্বাস উদ্দিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শরীফুল ইসলাম, আঞ্চলিক উপ-পরিচালক (শিক্ষা) জাহাঙ্গীর কবির আহমদ, প্রকৌশলী নাজমুল হাকিম, জেলা শিক্ষা কর্মকর্তা গুলজার আহমদ খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অভিজিৎ কুমার পাল, ঢাকাদক্ষিণ ডিগ্রী কলেজের অধ্যক্ষ অনুরঞ্জন দাস, ঢাকাদক্ষিণ আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও ঢাকাদক্ষিণ ডিগ্রী কলেজ গভর্ণিং বডির সদস্য সাহাব উদ্দিন আহমদ, গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ একেএম ফজলুল হক শিবলী, দৈনিক শ্যামল সিলেটের গোলাপগঞ্জ প্রতিনিধি অজামিল চন্দ্র নাথ, আমুড়া ইউপির সাবেক চেয়ারম্যান আছদ্দর আলী জালালী, জেলা যুবলীগ নেতা জাফরান জামিল, বঙ্গবন্ধু সৃতি সংসদ গোলাপগঞ্জ উপজেলা উপজেলা সভাপতি আবু সুফিয়ান আজম,আওয়ামীলীগ নেতা নাজিমুল হক লস্কর, জালাল সিদ্দিকী, উপজেলা যুবলীগ নেতা সাহেদ আহমদ, পৌর যুবলীগ নেতা রাহি আহমদ, উপজেলা ছাত্রলীগ নেতা ষাহ ইমরান, এমদাদুল ইসলাম প্রমুখ। এর আগে উপজেলার পৌর সদরের টিকরবাড়ী এলাকায় রাস্তার উদ্বোধন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সদস্য সৈয়দ মিছবাহ উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম, এডভোকেট আব্বাস উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ও পৌর কাউন্সিলর রুহিন আহমদ খান, গোলাপগঞ্জ রিপোটার্স ইউনিটির সিনিয়র সহ-সভাপতি হারিছ আলী ও সেক্রেটারী সেলিম হাসান কাওছার।