কমলগঞ্জের আলীনগরে অলৌকিকভাবে মাটি থেকে উঠে ফুল

43

fulপিন্টু দেবনাথ, কমলগঞ্জ থেকে :
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর চা বাগানের মন্দির এলাকায় অলৌকিক ভাবে একটি ফুল মাটি থেকে উঠার খবর শুনে শত শত মানুষ দেখতে আসেন। চা বাগানের শ্রমিকরা এ ফুল দেখে পূজা অর্চ্চনা করেন। ২৫ এপ্রিল শনিবার বিকালে এ ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান. আলীনগর চা বাগানে রাবার ক্লার্ক রাজনারায়ন কৈরীর বাড়ীর আঙ্গিনার পাশে গত দু’দিন ধরে একটি কলি দেখা যায়। শনিবার বিকালে কলিটি একটি বড় ফুল হয়ে ভেসে উঠে। ফুলটি এমন এক অবস্থায় দেখা গেছে যেন মাটিতে ফুটেছে। কিছু জায়গা মাটি সরিয়ে দেখা গেছে একটি লত। স্থানীয়রা জানান, এই ফুলটি অলৌকিক ভাবে আবিষ্কৃত হয়েছে। তবে ফুলে নাম কেউ বলতে পারেননি। এটা অলৌকিক মনে করে চা বাগানের শ্রমিকরা পূজা অর্চ্চনা করেছেন। ফুলটি দেখার জন্য শত শত মানুষের ভীড় লক্ষ্যণীয় ছিল।