ইসলাম বিরোধী সকল ষড়যন্ত্র মোকাবেলায় ছাত্র মজলিস কর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে — কেন্দ্রীয় সভাপতি

63

৬ অক্টোবর শুক্রবার বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগরী, জেলা ও শাবিপ্রবির যৌথ উদ্যোগে DSC_0185 copyনগরীর জিন্দাবাজারস্থ রিচমন্ড কনফারেন্স হলে বার্ষিক সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় সভাপতি ইলিয়াস আহমদ বলেন, মুসলিম নিধনের জন্য বিশ্বব্যাপী গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে। পৃথিবীর যে সব দেশে মুসলিমরা সংখ্যালঘু সে সব দেশে মুসলিমরা নির্যাতিত। মিয়ানমারের মুসলিম নির্যাতন বিশ্বব্যাপী মুসলিম নিধনেরই একটি অংশ। ছাত্র মজলিস কর্মীদেরকে সকল কঠিন ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে। কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি মুহাম্মদ শাহীনের সভাপতিত্বে এবং পশ্চিম জেলা সভাপতি সৈয়দ আদনান জাবির, পূর্ব জেলা সভাপতি বিলাল আহমদ চৌধুরী ও শাবিপ্রবি সভাপতি খসরুল আলমের যৌথ পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজসিসের কেন্দ্রীয় উপদেষ্টা প্রিন্সিপাল সৈয়দ মুহিবুর রহমান, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক কে.এম নজরুল ইসলাম, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ডা. আবু হাসিম, সিলেট মহানগরীর সহ সভাপতি আব্দুল হান্নান তাপাদার, অধ্যক্ষ আব্দুল হান্নান, সুনামগঞ্জ জেলা সহ সভাপতি ইঞ্জিনিয়ার আনোয়ারুল ইসলাম, সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক কে এম আবদুল্লাহ আল মামুন, সহ সাধারণ সম্পাদক মাওলানা তাজুল ইসলাম হাছান, সিলেট জেলা সহ সাধারণ সম্পাদক মাওলানা মখলিছুর রহমান, মাওলানা ওলিউর রহমান, সংগঠনের সাবেক কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সিলেট জোন তত্ত্বাবধায়ক জাবেদুল ইসলাম চৌধুরী, সাবেক কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি মুহাম্মদ ইসহাক, পূর্ব জেলার সাবেক সভাপতি মাওলানা ফয়ছল আহমদ তালুকদার, পশ্চিম জেলার সাবেক সভাপতি মাওলানা জুনায়েদ আহমদ, মাওলানা আহমদ মাহফুজ আদনান, সৈয়দ আদনান জাবির, মৌলভীবাজার জেলার সাবেক সভাপতি আব্দুল কাইয়ূম, শাবিপ্রবি ও সুনামগঞ্জ জেলা ইনচার্জ ইউসুফ আলী, সুনামগঞ্জ জেলার সাবেক সভাপতি বশির আহমদ, সিলেট পূর্ব জেলার সাবেক সেক্রেটারী কাওছার আহমদ চৌধুরী, সিলেট পশ্চিম জেলার সাবেক সেক্রেটারী মাওলানা আব্দুর রহিম, তাহের আব্দুল্লাহ, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক সেক্রেটারী খায়রুল ইসলাম, খেলাফত মজলিস সিলেট মহানগরীর পেশাজীবী সম্পাদক নজরুল ইসলাম, সংগঠনের সাবেক মহানগরীর অফিস সম্পাদক কয়েছুজ্জামান চৌধুরী, তৌফিকুল ইসলাম সাব্বির, সাইফুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি