বিভাগীয় পর্যায়ে অভিবাসীদের অধিকার রক্ষা বিষয়ক মতবিনিময় সভায় ইসরাফিল আলম এমপি ॥ বিশ্বের ১৬২টি দেশে প্রায় ১ কোটি ১২ লক্ষ অভিবাসী শ্রমিক হিসেবে কাজ করছেন

49

বাংলাদেশ অভিবাসন ও উন্নয়ন বিষয়ক সংসদীয় ককাস এর চেয়ারম্যান মো: ইসরাফিল আলম, এমপি বলেছেন- দেশের বিশাল এক জনগোষ্ঠী বিদেশে শ্রমিক হিসেবে কাজ করছেন যারা রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে বিশাল অবদান রাখছেন। এই বিশাল অভিবাসীদের স্বার্থ রক্ষার জন্য আমরা ৩১ মার্চ ২০১৭ সালে সর্বদলীয় সংসদীয় ককাস গঠন করেছি। আমরা আন্তর্জাতিক, জাতীয় এবং তৃণমূল পর্যায়ে অভিবাসীদের সমস্যা, সম্ভাবনা এবং যারা ক্ষতিগ্রস্ত এবং ভবিষ্যৎে যাতে আর ক্ষতি হতে না পারে সে বিষয়গুলো নিয়ে কাজ করছি। বিশ্বের ১৬২টি দেশে প্রায় ১ কোটি ১২ লক্ষ অভিবাসী শ্রমিক হিসেবে কাজ করছেন, তাদের সুরক্ষা ও মানবাধিকার রক্ষার জন্য ২০১৩ সালে সরকার জাতীয় নীতি ও অভিবাসী আইন করেছে। তিনি গতকাল বুধবার সিলেট সার্কিট হাউজ মিলনায়তনে বিভাগীয় পর্যায়ে অভিবাসীদের অধিকার রক্ষা বিষয়ক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বরিশাল ৫ সংসদীয় আসনের এমপি জেবুন্নেছা আফরোজ। বিশেষ অতিথির বক্তব্যে সিলেটের জেলা প্রশাসক রাহাত আনোয়ার বলেন- আজকের সভার বিষয়টি খুবই সময়-উপযোগী আমাদেরকে বিদেশে শ্রমিক পাঠানোর ক্ষেত্রে আরও সচেতন হতে হবে এবং বিদেশ যাবার পূর্বে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সাথে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা সাপেক্ষে যাওয়া উচিত।
মতবিনিময় সভা বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত খান। প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মো: নাজমুল আহসান, চেয়ারম্যান, বাংলাদেশ অভিবাসী অধিকার ফোরাম, ঢাকা এবং মো: ফারুক আহমদ, সেক্রেটারী জেনারেল, ওয়ারবি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, ঢাকা। সভায় অভিবাসী বিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেসিয়া খাতুন, পরিচালক, ওয়ারবি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, ঢাকা। মতবিনিময় সভায় সুশীল সমাজ প্রতিনিধি, সরকারী সেবাদাতা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সরকারী কর্মকর্তা, স্থানীয় সরকার প্রতিনিধি, নারী নেত্রী, এনজিও কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, প্রতিবন্ধী উন্নয়ন কমী, আদিবাসী প্রতিনিধি, কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, শিক্ষক, বিদেশ ফেরৎ ক্ষতিগ্রস্ত প্রবাসী শ্রমিক, হবিগঞ্জ, মৌলভীবাজার এবং সুনামগঞ্জ থেকে ও এনজিও নির্বাহী প্রধান, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ বক্তব্য রাখেন। বিজ্ঞপ্তি