শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে শামসুল উলামা আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.) প্রতিষ্ঠিত ছাত্র সংগঠন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ক্যাম্পাসে বর্ণাঢ্য র্যালি বের করে।
বুধবার দুপুর ১ টায় কালেমা খচিত ও রাসূল (সা.)-এর শানে রচিত নানা কালজয়ী কবিতা দিয়ে সাজানো ফেস্টুন ও বর্ণিল প্লে-কার্ড সজ্জিত মুবারক র্যালিটি একাডেমিক বিল্ডিং ডি হতে ইউনিভার্সিটি সেন্টার হয়ে গোল চত্বর প্রদক্ষিণ করে সেন্ট্রাল লাইব্রেরি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
শাবিপ্রবি তালামীযের সভাপতি নিজামুল ইসলাম আব্বাসীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমরান খানের পরিচালনায় সেন্ট্রাল লাইব্রেরি চত্বরে র্যালি পরবর্তী সভায় বক্তব্য রাখেন শাবি তালামীযের সহ সাধারণ সম্পাদক আসাদ আল গালিব, মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক লোকমান মেহেদী, প্রচার সম্পাদক মঞ্জুরুল করিম মহসিন, অর্থ সম্পাদক শাহিনুর ইসলাম সুজন।
এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল তালামীযের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান, শাবিপ্রবি তালামীযের অফিস সম্পাদক ইমাদুল ইসলাম, সহ অফিস সম্পাদক গোফরান আহমদ, সহ শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আব্দুল বাছিত, সহ প্রশিক্ষণ সম্পাদক মাজহারুল হক মাসুম, সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক গাউসুল আলম, সদস্য আতিকুর রহমান, খাইরুল আমিন, সাইদ আলী, সাহেল আহমদ, ফজলু মিয়া, ফয়ছল আহমদ, আখতারুজ্জামান, সালমান আহমদ, আলমগীর হোসেন, শামীম আহমদ, আব্দুর রহমান সাদী, আজিজুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি