মৌলভীবাজার থেকে সংবাদদাতা :
বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে তারেক রহমানসহ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে আদালতের রায়ের প্রতিবাদে মৌলভীবাজার জেলা যুবদলের বিক্ষোভ মিছিলে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৪ পুলিশ আহত হন। পুলিশ মিছিল থেকে ফাহিম আহম্মদ নামে এক যুবদল কর্মীকে আটক করেছে।
রবিবার (১৪ অক্টোবর) দুপুরে মৌলভীবাজার শহরের কুসুমবাগ এলাকায় এ ঘটনাটি ঘটে।
আহতরা হলেন, মৌলভীবাজার মডেল থানার উপ-পরিদর্শক ইমরান আহমদ, সহকারী উপ-পরিদর্শক রণেশ ভট্টাচার্য্য, পুলিশ সদস্য রণধীর দাস ও মোবারক হোসেন। তাদেরকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
তবে যুবদলের নেতাকর্মীরা বলেন, আমাদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ বাধা দেয়। এতে একপর্যায়ে পুলিশ লাঠিচার্জ করলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
মৌলভীবাজার অতিরিক্ত পুলিশ সুপার মো. রাশেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা যুবদল একটি মিছিল বের করলে পুলিশ বাধা দেয়।
এতে মিছিল থেকে ইটপাটকেল নিক্ষেপ করলে চার পুলিশ আহত হন। এ সময় পুলিশ ৫ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে মিছিলটি ছত্রভঙ্গ করে।
এ ঘটনায় মডেল থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলে মো.রাশেদুল ইসলাম জানান।