কমলগঞ্জ থেকে সংবাদদাতা :
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকিছড়া এলাকায় মঙ্গলবার সকাল নয়টায় একটি বানর অবমুক্ত করা হয়। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, মৌলভীবাজার এর সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান বানর অবমুক্তের সত্যতা নিশ্চিত করে বলেন, গত শুক্রবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় শমসেরনগর বাজারের অনির্বাণ আবাসিক এলাকার শিক্ষক সমরজিত বর্মার বাসায় এ বানরটি ধরা পড়েছিল। ঔ রাতেই বানরটিকে উদ্ধার করে জানকিছড়ায় বন্য প্রাণী সেবা কেন্দ্রে সেবা প্রদানের পর মঙ্গলবার সকালে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হলো।