জাফলংয়ে কলেজ ছাত্র হত্যা মামলার প্রধান আসামীর আদালতে আত্মসমর্পণ

27

গোয়াইনঘাট থেকে সংবাদদাতা :
গোয়াইনঘাটের জাফলংয়ে কলেজ ছাত্র দিলদার হোসেন হত্যা মামলার প্রধান আসামী মজির আহমদ আদালতে আত্মসমর্পণ করেছে। হত্যাকান্ডের ছয় দিন পর মঙ্গলবার সকালে সিলেটের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলীর আমলী আদলতে আত্মসমর্পণ করে সে। গোয়াইনঘাট থানার ওসি দেলওয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ২৮ জুন বুধবার সন্ধ্যায় পূর্ব বিরোধের জের ধরে জাফলং বস্তির মন্তাজ মিয়ার ছেলে কথিত যুবলীগ কর্মী মজির আহমদ ও তার সহযোগী বাংলা বাজার এলাকার বিষা তালুকদারের ছেলে রুবেল মিলে লাখেরপাড় গ্রামের মোস্তফা মিয়ার ছেলে ও জৈন্তাপুর তৈয়ব আলী ডিগ্রী কলেজের ছাত্র দিলদারের ওপর অতর্কিত ভাবে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ ঘটনার পরদিন নিহতের বাবা বাদী হয়ে মজির আহমদকে প্রধান আসামী করে ৪ জনের না উল্লেখসহ অজ্ঞাত আরও ৫-৬ জনকে আসামী করে গোয়াইনঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।