প্রতিষ্ঠাবার্ষিকীতে বদর উদ্দিন কামরান ॥ উস্তাদ নিশিকান্ত শিল্পী গোষ্ঠী অসহায় শিল্পীদের জন্য কাজ করে যাবে

67

সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান বলেছেন, উস্তাদ নিশিকান্ত দাস শিল্পীগোষ্ঠী অসহায় নিপীড়িত শিল্পীদের কল্যাণে কাজ করে যাবে। উস্তাদ নিশিকান্ত বাউল শিল্পী তৈরিতে ও সংগীত চর্চায় অনন্য ভূমিকা রেখে যাচ্ছেন। তাঁর এমন মহৎ কাজে শুধু সিলেট নয় গোটা দেশে বাউল শিল্পীদের সংখ্যা বাড়বে বলে আমরা বিশ্বাস করি। বদর উদ্দিন কামরান বলেন, আউল-বাউলের শহর এই সিলেটের শিল্পীদের কল্যাণে সবাইকে এগিয়ে আসতে হবে। শিল্পীরা ঐতিহ্য, দেশ, জাতি এবং মানুষের কল্যাণের কথা বলেন। এই দেশ স্বাধীন হওয়ার পেছনে বাউল শিল্পীদের ভূমিকাও ছিল অনন্য। তাই সিলেটের বাউল শিল্পীদেরকে মূল্যায়ন করতে হবে। সবাইকে জানিয়ে দিতে হবে উস্তাদ নিশিকান্ত দাসরা আমাদের সিলেটের অমূল্য সম্পদ।
সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান গতকাল মঙ্গলবার বেলা ৩টায় সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে উস্তাদ নিশিকান্ত দাস শিল্পীগোষ্ঠীর বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উস্তাদ নিশিকান্ত দাস শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক ও নিশিকান্ত দাসের ছেলে বাউল শীতন বাবুর সঞ্চালনায় বর্ষপূতি অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী লিটন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ বেতার সিলেট আঞ্চলিক শাখার পরিচালক ফখরুল আলম, মুক্তিযোদ্ধা মহি উদ্দিন চৌধুরী, বাউল কল্যাণ সিলেট বিভাগের আহ্বায়ক কামাল উদ্দিন রাসেল, ছড়ামঞ্চ সিলেটের সভাপতি সিরাজ উদ্দিন শিরুল, ভাটির শিকর পত্রিকার সম্পাদক রওশন জামিল কোরেশী, দৈনিক হালচাল’র সম্পাদক ও প্রকাশক সুরত আলী, ১৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাবেদ সিরাজ, হাওর পারের ধামাইল বাংলাদেশের সাধারণ সম্পাদক বিমান তালুকদার, জকিগঞ্জ সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক কবি ফজলুর রহমান ফজলু। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন উস্তাদ নিশিকান্ত শিল্পীগোষ্ঠীর সহসভাপতি আহমদ আলী, সহসাধারণ সম্পাদক কয়েছ আহমদ, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ বাদশা, দপ্তর সম্পাদক সাংবাদিক নুরুল হক শিপু, কার্যনির্বাহী সদস্য নিজাম উদ্দিন। বর্ষপূর্তি অনুষ্ঠানে সিলেটের জনপ্রিয় বাউল শিল্পী বিরহী কালা মিয়া, বাউল লাল মিয়া, বাউল সিরাজ উদ্দিন, বাউল সূর্যলাল দাস, শামীম আহমদ, লাভলী লস্কর, বাউল মিনারা বেগম, পংকজ দেব, বাউল এম. হুসেন, সুমন বড়–য়া, শাহানারা আক্তার, সাহেদ মোশাররফ, নাইমুর রহমান নাইম, বাউল ইকরাম উদ্দিন, ইমা আক্তার, আহমদ আলীসহ সিলেটের গুণী বাউল শিল্পীরা বাউল গান পরিবেশন করেন। বিজ্ঞপ্তি