সিলেট-৩ আসনের এমপি, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন সাধন করেছে। অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি কম্পিউটার ল্যাব, বিনামূল্যে বই প্রদান, শিক্ষক স্বল্পতা পূরণ সহ বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধি করেছেন। ফলে শিক্ষার্থীরা আগের তুলনায় বর্তমানে লেখাপড়া প্রতি আগ্রহ বৃদ্ধি পেয়েছে। এ ধারা অব্যাহত রেখে শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। তিনি মোগলাবাজার রেবতি রমন হাইস্কুলে ৪তলা বিশিষ্ট আইসিটি ভবন নির্মাণ করার আশ্বাস দিয়ে বলেন, আমি আমার নির্বাচনী এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে রয়েছি। আমি জনসেবাকে ইবাদত হিসেবে গ্রহণ করেছি।
এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী গত ২৫ নভেম্বর শনিবার সকালে দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজারস্থ রেবতি রমন উচ্চ বিদ্যালয়কে সরকারীকরণের অন্তর্ভূক্তি, এসএসসি ও জেএসসি পরীক্ষা কেন্দ্র স্থাপন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভবন, দেশরত্ম শেখ হাসিনা ভবন নির্মাণ সহ অবকাঠামোগত উন্নয়ন সাধনে অবদান রাখায় বিদ্যালয়ের উদ্যোগে তার সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
রেবতি রমন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হাজী চুনু মিয়ার সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক মুক্তিসেন সামন্তের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শাহেদ মোস্তফা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা হাজী সাইফুল আলম, দক্ষিণ সুরমা ডিগ্রী কলেজের অধ্যক্ষ সামছুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সত্যব্রত রায়, লতিফা-শফি মহিলা কলেজের অধ্যক্ষ আমিরুল আলম খান, মোগলা বাজার থানার ওসি আনোয়ার হোসেন, সদর উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক সাইস্তা মিয়া। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরুন কান্তি তালুকদারের স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রাখালগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌরাপদ দত্ত, রাজা চৌধুরী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সানাহর আলী সোনা, প্রধান শিক্ষক রান্টু রায়, জাপান বাংলাদেশ ফ্রেন্ডশীফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আহমদ, রেঙ্গা হাজীগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি দেলওয়ার হোসেন, উপজেলা আওয়ামীলীগ নেতা শাহ ছমির উদ্দিন, মোগলাবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শানর মিয়া, সাধারণ সম্পাদক মহিউদ্দিন, বরইকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গৌছ মিয়া, কুচাই ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আকতার হোসেন, কৃষকলীগে সহ সভাপতি দুদু মিয়া, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আশিক আলী, মুক্তিযোদ্ধা কমান্ডার আকরাম হোসেন, সাংবাদিক জাহাঙ্গীর আলম মুসিক, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক আং আউয়াল কয়েস, অধ্যাপক মুহিবুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা নিরুপম চক্রবর্তী শুভ্র, মনসুর আহমদ, সেলিম আহমদ মেম্বার, তোহাহিদ আলী মেম্বার, আইয়ুব হোসেন মেম্বার, সাহেল চৌধুরী মেম্বার, আকবর আলী মেম্বার, শরীফ উদ্দিন মেম্বার লিটু, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য নিমার আলী, মাসুক মিয়া, জায়েদ হোসেন, আব্দুল খালিক তিতু, সমছ উদ্দিন, শিক্ষক সজিবুল ইসলাম সজিব, ওলিউর রহমান গুফরান, জিলান আহমদ, হারুনুর রশিদ হিরন, আব্দুল জব্বার, আহাদুজ্জামান, নন্দন পাল, দুলাল আহমদ, আব্দুস সামাদ, মইন উদ্দিন, শিক্ষার্থী কুলসুমা বেগম প্রমুখ। বিজ্ঞপ্তি