তাজরিন ফ্যাশনের ভয়াবহ ট্র্যাজেডি’র ৫ বছর পূর্তি ও নিরাপদ কর্মক্ষেত্রের দাবিতে বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) সিলেট ইউনিটের উদ্যোগে রবিবার সন্ধ্যায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নিরাপদ কর্মক্ষেত্রে ন্যায়বিচার, আমাদের অঙ্গীকার শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে মোমবাতি প্রজ্জলনের মাধ্যমে মানববন্ধন কর্মসূচী পালন করে।
বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) সিলেট ইউনিট কো-অডিনেটর এডভোকেট মোঃ ইরফানুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ও উপজেলা ছিলেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম, সুশাসনের জন্য নাগরিক (সুজন)’র সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, রিডো বাংলাদেশের পরিচালক নাসির উদ্দিন, মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সিলেটের সাধারণ সম্পাদক শাহীন আহমদ খান, দৈনিক যুগভেরীর নির্বাহী সম্পাদক অপূর্ব শর্ম্মা, উইমেন্স চেম্বারের সভাপতি নুরুন্নাহার বেবী, প্রধান শিক্ষিকা রিনা কর্মকার, জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের নির্বাহী পরিচালক শাহীন আহমদ, ব্লাস্টের স্টাফ ল’ইয়ার এডভোকেট শরীফা বেগম, সঞ্জুবীর রায় প্রমুখ। এছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি