দৈনিক কাজিরবাজার পত্রিকার প্রধান বার্তা সম্পাদকের মাতার মৃত্যুতে জগন্নাথপুরে বিভিন্ন মহলের শোক

123

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
সিলেটের বহুল প্রচারিত দৈনিক কাজিরবাজার পত্রিকার প্রধান বার্তা সম্পাদক রেহানা পারভীন মুক্তার মাতা সালমা রহমানের মৃত্যুতে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বিভিন্ন মহলের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।
শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান, সুনামগঞ্জ জেলা আ’লীগের সহ-সভাপতি ও প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা আ.লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আতাউর রহমান, জগন্নাথপুর পৌরসভার মেয়র আলহাজ¦ আবদুল মনাফ, প্যানেল মেয়র-২ সুহেল আহমদ, উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান আরশ মিয়া, আশারকান্দি ইউপি চেয়ারম্যান শাহ আবু ইমানী, লন্ডন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শাহ শাহীদুর রাহমান, জগন্নাথপুর উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি যুক্তরাজ্য প্রবাসী রমজান আলী, সাবেক সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ জেলা জাপা নেতা ডা. আছকির খান, জগন্নাথপুর বাজার বণিক সমিতির সভাপতি আফছর উদ্দিন ভূইয়া, বাজার সেক্রেটারি জাহির উদ্দিন, সহ-সেক্রেটারি জুনেদ আহমদ ভূইয়া, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের পক্ষে প্রেসক্লাব উপদেষ্টা ও জগন্নাথপুর অনলাইন প্রেসক্লাব সভাপতি ওয়াহিদুর রহমান ওয়াহিদ, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি ডা.নয়ন রায়, সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, যুগ্ম-সম্পাদক হিফজুর রহমান তালুকদার জিয়া, সাহিত্য সম্পাদক মিছলুর রহমান, তথ্য ও গবেষণা সম্পাদক মীরজাহান মিজান, সদস্য আলী আছগর ইমন, কলি বেগম, আফজাল মিয়া, জগন্নাথপুর সংবাদপত্র বিক্রেতা সমিতির সভাপতি নিকেশ বৈদ্য প্রমুখ। এছাড়া পৃথকভাবে বিবৃতি দিয়েছেন জগন্নাথপুর পত্রিকার সম্পাদক ইয়াকুব মিয়া, জেপি নিউজ ২৪ ডটকমের সম্পাদক রাশিদ আহমদ চৌধুরী মুরাদ, জগন্নাথপুর সামাজিক ঐক্য পরিষদের সমন্বয়কারী (নির্বাহী) হাজী সোহেল আহমদ খান টুনু, সংবাদকর্মী সাদিকুর রাহমান, সংবাদকর্মী, আলী জহুর, সংবাদকর্মী তানভীর আহমদ ইমু ও ব্যবসায়ী সুমন মিয়া। বিবৃতিদাতারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মরহুমার রূহের মাগফেরাত কামনা করেন।