কাজিরবাজার ডেস্ক :
প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনীর প্রথম দিনই এক লাখ ৪৫ হাজার ৩৮৩ জন শিক্ষার্থী পরীক্ষার হলে অনুপস্থিত ছিল। এদিন কোনো শিক্ষার্থী বহিষ্কার হয়নি।
ইংরেজি পরীক্ষার মধ্য দিয়ে রবিবার (১৯ নভেম্বর) পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের এই পরীক্ষা শুরু হয়।
প্রাথমিক সমাপনীতে মোট পরীক্ষার্থী ২৮ লাখ ৬ হাজার ২৭৯ জন ও ইবতেদায়িতে ২ লাখ ৯৪ হাজার ৬২১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।
প্রাথমিক শিক্ষা অধিদফতরের উপ-পরিচালক (সংস্থাপন) এএইচএম গোলাম কিবরিয়া জানান, প্রাথমিক সমাপনীতে প্রথম দিনে এক লাখ ৬ হাজার ৪৭১ জন শিক্ষার্থী অনুপস্থিত। এরমধ্যে ছাত্র ৫৭ হাজার ৯৩৩ জন ও ছাত্রী ৪৮ হাজার ৫৩৮ জন। অনুপস্থিতির হার ৩ দশমিক ৭৯ শতাংশ।
আর ইবতেদায়ি সমাপনীতে ৩৮ হাজার ৯১২ জন অনুপস্থিত ছিল। এরমধ্যে ২৪ হাজার ১৫৭ জন ছাত্র ও ১৪ হাজার ৭৫৫ জন ছাত্রী। অনুপস্থিতির হার ১৩ দশমিক ২১ শতাংশ।
প্রাথমিকে অনুপস্থিতির মধ্যে রংপুরে ১৪ হাজার ৯৯১ জন, রাজশাহীতে নয় হাজার ৭২০ জন, খুলনায় চার হাজার ৬২ জন, ঢাকায় ৪০ হাজার ৪৪৬ জন, চট্টগ্রামে ২০ হাজার ৬৫৫ জন, বরিশালে ছয় হাজার ১৮৭ জন, সিলেটে ১০ হাজার ৩৩৫ এবং বিদেশের কেন্দ্রে ৭৫ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল।
ইবতেদায়িতে রংপুরে পাঁচ হাজার ৩৩৪ জন, রাজশাহীতে চার হাজার ৫০৯ জন, খুলনায় তিন হাজার ৬৭৫ জন, ঢাকায় নয় হাজার ৮৮২ জন, চট্টগ্রামে নয় হাজার ৩৫৬ জন, বরিশালে চার হাজার ১৯৮ জন ও সিলেটে এক হাজার ৯৫৮ জন শিক্ষার্থী পরীক্ষার হলে হাজির হয়নি।
কানাইঘাট থেকে সংবাদদাতা জানিয়েছেন : সারাদেশের ন্যায় কানাইঘাটে উৎসব মুখর পরিবেশে পিএসসি ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা শুরু হয়েছে। উপজেলার মোট ১৭টি পরীক্ষা কেন্দ্রে ৬৭৩৭ জন ক্ষুদে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ গ্রহণ করেছে। পিএসসি পরীক্ষায় ৬৪৬৯ জনের মধ্যে ৬১৩৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে তাদের মধ্যে মেয়ে ৩৪৫৮ ও ছেলে ২৬৭৯ জন ও অনুপস্থিতের সংখ্যা ৩৩২জন। ইবতেদায়ী পরীক্ষায় ৬৫৪ জনের মধ্যে ৬০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে তাদের মধ্যে মেয়ে ৩৭৩ ও ছেলে ২৮১ জন, অনুপস্থিত ৫৪ জন বলে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে। এদিকে পিএসসি ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষার প্রথম দিনে গতকাল রবিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা উপর ঝিঙ্গাবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত ইবতেদায়ী সমাপনী পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
গোয়াইনঘাট থেকে সংবাদদাতা জানিয়েছেন : সারা দেশের ন্যায় গোয়াইনঘাটেও প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১১টায় শুরু হওয়া পরীক্ষা দুপুর ১টায় শেষ হয়। উপজেলার ১৯টি কেন্দ্রে সমাপনী পরীক্ষায় ৭২৯৫ ও ইবতেদায়ীতে ২৭৮ জনসহ মোট ৭৫৭৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এবং অনুপস্থিত ছিলো ৪৯৯ জন শিক্ষার্থী।
উপজেলা শিক্ষা অফিস জানায়, এবারের সমাপনী পরীক্ষায় ১৯টি কেন্দ্রে প্রাথমিক ও ইবতেদায়ীতে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ৭৫৩৭ জন এবং প্রথম দিনেই অনুপস্থিতির সংখ্যা ছিলো ছেলে ২৬৬ ও মেয়ে ২৩৩ জনসহ মোট ৪৯৯ জন পরীক্ষার্থী।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল বলেন, এবারের প্রাথমিক সমাপনী পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। আমি উপজেলার বেশক’টি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছি। কোথাও কোন অভিযোগ এখনো পাইনি।
ফেঞ্চুগঞ্জ থেকে সংবাদদাতা : ফেঞ্চুগঞ্জ উপজেলায় প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা-২০১৭ এর প্রথম দিনের ইংরেজি পরীক্ষা সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়েছে। উপজেলার ৯টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই উপজেলার এবার সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা ২৭৩০ জন। ১ম দিন ইংরেজি পরীক্ষায় অনুপস্থিত ৭৬ জন।
প্রাথমিক স্কুল পার্যায়ে সর্বমোট ১০১৬ জন ছাত্র এবং ১২৯১ জন ছাত্রী সহ সর্বমোট ২৩০৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৪ জন ছাত্র ও ২৩ ছাত্রীসহ মোট ৫৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। ইবতেদায়ী পর্যায়ে ২২৮ জন ছাত্র ও ১৯৫ জন ছাত্রী সহ মোট ৪২৩ জন পরীক্ষার্থীর মধ্যে ১০ জন ছাত্র ও ৯ জন ছাত্রী সহ মোট ১৯ অনুপস্থিত ছিলেন।
ফেঞ্চুগঞ্জ উপজেলায় প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা কেন্দ্রসমূহ পরিদর্শনের জন্য ৭ সদস্য বিশিষ্ট একটি ভিজিল্যান্স টিম গঠন করা হয়। এ টিমের সদস্যরা হচ্ছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন, ভাইস চেয়ারম্যান শহিদুর রহমান রুমান, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম শ্যামা, কাসিম আলী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহাদুজ্জামান, ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাব সদস্য মোঃ জিয়াউল ইসলাম চৌধুরী, শিক্ষানুরাগী মোঃ শওকত আলী ও আব্দুল বাছিত টুটুল।
গতকাল ১৯ নভেম্বর রবিবার পরীক্ষার ১ম দিন বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা, উপজেলা শিক্ষা অফিসার শফিক উদ্দিন এবং ভিজিল্যান্স টিমের সদস্য ও ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ জিয়াউল ইসলাম চৌধুরী।