কমলগঞ্জ থেকে সংবাদদাতা :
দাদন ব্যবসায়ীদের মানসিক চাপে এক স্বর্ণকার ব্যবসায়ী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে রবিবার (১৯ নভেম্বর) বিকাল ৫টায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের শহীদনগরবাজারে।
জানা যায়, উপজেলার পতনঊষার ইউনিয়নের শহীদনগর বাজারের নিত্যানন্দ জুয়েলার্স এর স্বত্ত্বাধিকারী নিত্যানন্দ বনিক (৬৫) নিজ দোকানগৃহে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। তিনি রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের মরিচা গ্রামের বাসিন্দা। খবর পেয়ে শমসেরনগর পুলিশ ফাঁড়ির এসআই আবু ছায়েম ঘটনাস্থলে গিয়ে সরতাল রিপোর্ট তৈরি করে লাশ উদ্ধার করেন। পতনঊষার ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তওফিক আহমেদ বাবু রবিবার জানান, নিত্যানন্দ তাঁর ব্যবসায়ীক প্রতিষ্ঠানে গলায় দড়ি দিয়ে আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, তাঁর ঋণ রয়েছে পাশাপাশি দীর্ঘ ১৪ বছর ধরে একটি ছেলেকে খোঁজে পাচ্ছেন না। এই মানসিক চাপে হয়তো আত্মহত্যা করতে পারেন। শমসেরনগর পুলিশ ফাঁড়ির এসআই আবু ছায়েম জানান, গলায় দড়ি লাগানো অবস্থায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে নিত্যানন্দ বনিক (৬৫) কে পাওয়া যায়। এর সুরতাল রিপোর্ট তৈরি করে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার মর্গে পাঠানোর হয়েছে।