ছাতকে হাতি দিয়ে অভিনব কায়দায় চাঁদাবাজি

58

ছাতক থেকে সংবাদদাতা :
ছাতকে চালবাজি শেষে এখন শুরু হয়েছে হাতি দিয়ে চাঁদাবাজি। তাও প্রকাশ্যে এবং জনসম্মুখে। এসব চাঁদাবাজিতে যেন অতিষ্ঠ হয়ে পড়েছে উপজেলাবাসী।
জানা যায়, কয়েকদিন ধরে ছাতক পৌরশহরসহ উপজেলার বিভিন্ন হাট-বাজারে একটি হাতি নিয়ে প্রকাশ্যে চাঁদাবাজি করে বেড়াচ্ছে হাতির মালিক। এগুলো দেখার যেন কেউ নেই। ফলে ওই হাতি দিয়ে লোজনকে ভয় দেখিয়ে টাকা উত্তোলন অব্যাহত রয়েছে। ছৈলা আফজলাবাদ ইউনিয়নের রাধানগর গ্রামের বাসিন্দা, দুবাইস্থ প্রবাসী নজির আহমদ অভিযোগ করে বলেন, মঙ্গলবার বিকেলে গোবিন্দগঞ্জ বাজার থেকে সওদাপাতি ক্রয় করে সিএনজি যোগে গ্রামের বাড়িতে যাওয়ার পথে শিবনগর গ্রামের জামে মসজিদ সংলগ্ন এলাকায় পৌছার পর রাস্তায় তার সিএনজি অটো-রিকশাটি গতিরোধ করে একটি হাতি। এ সময় তিনিসহ অন্যান্য যাত্রীরা ভয়ে ২০-৫০ টাকা হারে চাঁদা দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। এর আগে কালিদাস পাড়া, সিংগুয়া, শেখপুর, শিবনগর,শ্যামনগর, কৃঞ্চনগর, আনন্দনগর, তেঘরি-নোয়াগাঁওসহ আশপাশ কয়েকটি গ্রামে বিভিন্ন বাড়িতে গিয়ে হাতিটির মাধ্যমে চাঁদা আদায় করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থীরা জানিয়েছেন, ওইদিন বেলা ৩টার দিকে হাতিটি তাদের বিদ্যালয়ে প্রবেশ করে শিক্ষার্থীদের কাছ থেকেও টাকা নিয়েছে। বিশাল বড় হাতি দেখে শিক্ষার্থীরা ভয় পেয়েছিল। এ ভাবে ওই হাতিটি রাস্তায় রাস্তায় যাত্রীবাহি যানবাহন আটকিয়ে ও বিভিন্ন বাসা-বাড়িতে প্রবেশ করে টাকা উত্তোলন করেছে। প্রত্যক্ষদর্শীরা তাৎক্ষণিক হাতি ও তার মালিকের নাম ঠিকানা জানতে পারেন নি।