কর অঞ্চল সিলেট এর নবাগত কর কমিশনার মো. আবুল কালাম আজাদ বলেছেন, বার ও বেঞ্চের সমন্বয়ের মাধ্যমে নাগরিক সেবা বৃদ্ধি করে সরকারের রাজস্ব ভান্ডারকে সমৃদ্ধ করতে হবে। কর প্রদানে সকল নাগরিককে সচেতন হতে হবে। কর আইনজীবীগণ কর অঞ্চলকে সমৃদ্ধ করতে নিষ্ঠার সাথে কাজ করছেন। সিলেট অঞ্চলের মানুষের কল্যাণে কর আইনজীবীদের সমন্বয়ে আগামী দিনগুলোতে আরোও গঠনমূলক কার্যক্রম পরিচালনায় আমার সার্বিক সহযোগিতা থাকবে। দেশের উন্নয়নে সঠিক সময়ে কর প্রদান করতে গণসচেতনতা বৃদ্ধি করতে হবে।
বুধবার ২ মার্চ বেলা ১২টায় মেন্দিবাগস্থ সিলেট জেলা কর আইনজীবী সমিতির বার হলরুমে নবাগত কর কমিশনার মো. আবুল কালাম আজাদের সাথে কর আইনজীবী সমিতির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি অধ্যাপক মো. শফিকুর রহমান এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট সুব্রত কুমার রায় এর পরিচালনায় শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন আয়কর আইনজীবী মো. শফিকুল ইসলাম। গীতা পাঠ করেন আয়কর আইনজীবী মিন্টু চন্দ্র রায় অনুপব্রত। স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট সজল কুমার রায়।
মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কর অঞ্চল সিলেট এর উপ কর কমিশনার (হেড কোয়ার্টার) মো. আবু সাঈদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমিতির সিনিয়র সদস্য এডভোকেট আবু মো. আসাদ, সুলেমান হোসেন খান, সমিতির সাবেক সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, এডভোকেট মো. আবু ফজল, আয়কর আইনজীবী মো. হাছনু চৌধুরী, সিরাজুল হোসেন আহমদ, এডভোকেট এমদাদুল হক, আতাউর রহমান সেগুল, বিধু ভূষণ ভট্টাচার্য্য, মো. জাহাঙ্গীর আলম, এডভোকেট মিছবাউর রহমান আলম, কাজী আরিফুল হাসান, মিন্টু চন্দ্র রায় অনুপব্রত, মো. কামাল আহমেদ, ইফতিয়াক হোসেন মনজু, আমিনুল ইসলাম, মাজহারুল হক, আসাদুর রহমান তারেক প্রমুখ। বিজ্ঞপ্তি