ছাতকে ইয়াকুব আলী হত্যা মামলার প্রধান আসামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি বাবলু গ্রেফতার

6

ছাতক থেকে সংবাদদাতা :
ছাতকের ইয়াকুব আলী হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ওবায়দুর রউফ বাবলুকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত ৯টায় সিলেট সুনামগঞ্জ মহাসড়কের গোবিন্দগঞ্জ নতূনবাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
সে উপজেলার ছৈলা আফজালাবাদ ইউনিয়নের দীঘলী-রামপুর গ্রামের মৃত আব্দুর রউফের পুত্র। গোপন সংবাদের ভিত্তিতে সিনিয়র এএসপি ছাতক সার্কেল বিলাল হোসেন, ওসি মোস্তফা কামাল, এসআই হাবিবুর রহমান পিপিএম, এসআই দিলোয়ার হোসেন, এএসআই আবু তালেব, এএসআই মহিউদ্দিনসহ একদল থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
জানা যায়, ২০১৯ সালের ৬ নভেম্বর উপজেলার ছৈলা আফজলাবাদ ইউনিয়নের দীঘলী ও শিবনগর গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের এক পর্যায়ে গোবিন্দগঞ্জ সাদা ব্রিজের পূর্বপার এলাকায় একটি গাড়ি থেকে নামেন শিবনগর গ্রামের খুশিদ আলীর পুত্র মুয়াজ্জিন মৌলভী ইয়াকুব আলী (৩৫)। এ সময় তাকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় নিহত ইয়াকুব আলীর ভাই আওলাদ আলী বাদী হয়ে ৮ নভেম্বর থানায় ৪২ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা (নং-০৬) দায়ের করেন। এ হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামী ওবায়দুর রউফ বাবলু। ছাতক থানার ওসি মোস্তফা কামাল ও সেকেন্ড অফিসার এসআই হাবিবুর রহমান পিপিএম ইয়াকুব হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার দুপুরে তাকে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।