বিশ্বনাথ থেকে সংবাদদাতা :
গ্রাম আদালত সম্পর্কে জনসাধারণকে অবহিত ও সচেনতা বৃদ্ধির লক্ষ্যে বিশ্বনাথের ৪ ইউনিয়নে র্যালী করা হয়েছে। মঙ্গলবার বিশ্বনাথের দেওকলস ও দশঘর ইউনিয়নে র্যালী অনুষ্ঠিত হয়। এর আগে সোমবার রামপাশা ও বিশ্বনাথ সদর ইউনিয়নে র্যালী করা হয়। র্যালী শেষে গ্রাম আদালত বিষয়ক সচেতনতা বাড়াতে শিক্ষামূলক ভিডিও প্রদর্শন করা হয়। ‘স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, ইউরোপিয়ান ইউনিয়ন এবং ইউএনডিপি’র যৌথ উদ্যোগে বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের লক্ষ্যে মাঠ পর্যায়ে কার্যক্রম বাস্তবায়ন করছে।
র্যালীতে উপস্থিত ছিলেন প্রকল্প ব্লাস্টের কো-অডিনেটর গীতা রানী মোদক, প্যানেল চেয়ারম্যান খয়রুল আমিন আজাদ, মহিলা ইউপি সদস্য হামিদা বেগম ও আব্দুল বারি, পরিষদের সচিব সুয়েব আহমদ ইমন, উদ্যোক্তা সুমনা বেগম, শিক্ষানুরাগী ছমির উদ্দিন, ছুবা মিয়া, লাখন মিয়া, হাজি সুন্দর আলী, নাছির মিয়াসহ আরও অনেকে।